Flipkart: নিজের পুরনো ফোন বেচতে চান? ফ্লিপকার্টে পাওয়া যাবে সব থেকে বেশি দাম! জানুন

Last Updated:

Flipkart: অনেকেই জানেন না যে, ফ্লিপকার্ট থেকেও পুরনো ফোন বিক্রি করা যায়, তাও খুব সহজে। এর মাধ্যমে আবার সেরা অফারও পাওয়া যায়।

Flipkart: ফ্লিপকার্ট হল একটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে গ্রাহকরা আসবাবপত্র, গৃহস্থালির যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, মোবাইল, জামাকাপড় এবং মুদিখানার সামগ্রীর মতো সব ধরনের জিনিসের কেনাকাটা করেন। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। এছাড়াও ফ্লিপকার্টে প্রায় সবসময় কোনও না কোনও সেল চলতে থাকে। এই সকল সেলে গ্রাহকরা বিভিন্ন ধরনের জিনিস খুবই কম দামে ক্রয় করতে পারেন। কিন্তু, অনেকেই জানেন না যে, ফ্লিপকার্ট থেকেও পুরনো ফোন বিক্রি করা যায়, তাও খুব সহজে। এর মাধ্যমে আবার সেরা অফারও পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে পুরনো ফোন বিক্রি করার সহজ উপায়।
আরও পড়ুন:
অনলাইনে পুরনো ফোন বিক্রি করার জন্য বাজারে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, পুরানো ফোন ফ্লিপকার্টের মাধ্যমেও বিক্রি করা যেতে পারে। কিন্তু, এটিকে ফোন এক্সচেঞ্জ হিসাবে বিবেচনা করা হয় না। ফ্লিপকার্টে পুরনো ফোন বিক্রি করার বিকল্প এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। কোম্পানি Apple, Samsung, Realme, Motorola, Oppo এবং Vivo-র মতো প্রায় সব ব্র্যান্ড গ্রহণ করে থাকে।
advertisement
advertisement
বিশেষ বিষয় হল এখানে পুরনো ফোন বিক্রি করলে বাড়ি থেকে পিকআপ করা হয় এবং টাকাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে। বর্তমানে এই সুবিধা ভারতের সমস্ত জায়গায় উপলব্ধ নয়। এর জন্য প্রথমেই বিক্রেতাদের নিজেদের পিন কোড দিয়ে চেক করে নিতে হবে। Flipkart-এ পুরনো ফোন বিক্রি করতে, প্রথমে বিক্রেতাদের সেই অ্যাপ খুলতে হবে। তারপর ক্যাটাগরিতে গিয়ে Phonecash অপশনটি সার্চ করতে হবে। এটিতে ক্লিক করলে বিক্রেতারা Sell Your Phone অপশন দেখতে পাবেন।
advertisement
তারপর একটি বক্সে নিজেদের ফোনের নাম লিখে সার্চ করতে হবে। বিক্রেতারা যদি চান, তাহলে ফোনের ব্র্যান্ডের লোগো নির্বাচন করতে পারেন এবং এটি থেকে ডিভাইসটি দেখতে পারেন। তারপরে বিক্রেতাদের নিজেদের ফোনের ভ্যারিয়েন্ট নির্বাচন করতে হবে।
advertisement
বিক্রেতারা ভ্যারিয়েন্টটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে, স্ক্রিনে ফোনের আনুমানিক দাম দেখতে পাবেন। কিন্তু, সেই ফোনটির আসল দাম জানতে চাইলে, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন – ফোনের বয়স কত, কোনও সমস্যা আছে কি না ইত্যাদি। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, বিক্রেতারা পিকআপ বিকল্পের জন্য এগিয়ে যেতে সক্ষম হবেন এবং পুরনো ফোনটি বিক্রি করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart: নিজের পুরনো ফোন বেচতে চান? ফ্লিপকার্টে পাওয়া যাবে সব থেকে বেশি দাম! জানুন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement