Wordle গেম খেলেন ? সাবধান! Apple-এর অ্যাপ স্টোর ছেয়ে গেছে clone-এ

Last Updated:

Wordle Clone Apps: জনপ্রিয়তাকে সামনে রেখে একদল ডেভলপার তাদের তৈরি করা একাধিক অ্যাপ Apple app store-এ দিয়ে রেখেছে। কারও নাম Wordus তো কারও Wordl।

Wordle Clone Apps: Wordle হইতে সাবধান অথবা বলাই যায় সব ওয়ার্ড গেমই Wordle নয়। গত কয়েক মাসে হুহু করে জনপ্রিয়তা বেড়েছে Wordle-এর। সোশ্যাল মিডিয়ায় Wordle–এর স্কোর শেয়ার করা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই অসদুদ্দেশ্য সাধনে নেমেছে একদল ডেভলপার। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এই গেম স্বাভাবিক ভাবেই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেই জনপ্রিয়তাকে সামনে রেখে একদল ডেভলপার তাদের তৈরি করা একাধিক অ্যাপ Apple app store-এ দিয়ে রেখেছে। কারও নাম Wordus তো কারও Wordl।
এমনকী সরাসরি Wordle নাম ব্যবহার করেও একটি অন্য অ্যাপ ছাড়া হয়েছে বলে দাবি। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশেই এ সব করা হয়েছে।
কিন্তু মজার কথা হল আসল Wordle অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোরে নেই। যা আছে, তা সবই ক্লোন (clone)। ফলে তদন্তে নামতে বাধ্য হচ্ছে Apple। কারণ সংস্থার গাউডলাইনে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে অন্য কোনও অ্যাপ নাম বা ডিসাইনের প্রতিরূপ বা নকল করা কোন অ্যাপকে তাদের স্টোরে স্থান দেওয়া হবে না। ঠিক এটাই করে চলেছে এই ধরনের অ্যাপগুলি।
advertisement
advertisement
আরও পড়ুন - আগামী দিনে হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ, চলবে গাড়ি, উনুনে চড়বে ভাতের হাঁড়ি, দাবি গবেষকদের
অ্যাপ স্টোরের রিভিউতে এমন কিছু কমেন্ট দেখা গিয়েছে যা থেকে বোঝা যায়, ক্লোন করা অ্যাপগুলির interface, colour code— সবই আসল গেমটির হুবহু এক। ফলে ব্যবহারকারীদের সহজেই বোকা বানানো যাচ্ছে। শুধু একটিই সমস্যা রয়ে গিয়েছে এই ক্লোন অ্যাপগুলির ক্ষেত্রে। আর তা হল বিজ্ঞাপন।
advertisement
এ সব অ্যাপ ব্যবহার করার প্রতি মুহূর্তে বিজ্ঞাপন আসে। যা আসল অ্যাপে কখনই সম্ভব নয়।
সাধারণত Apple তাদের স্টোরের রাশ খুব শক্ত হাতে ধরে থাকে। ফলে এ ধরনের অপব্যবহার নিয়ে সংস্থা যথেষ্ট চিন্তায় রয়েছে। সূত্রের খবর, এ বছরের শুরুর দিকেই বেশ কয়েকটি Wordle ক্লোন অ্যাপকে স্টোর থেকে সরিয়েছিল Apple। কিন্তু কোনও ভাবে তারা আবার ফিরে আসতে পেরেছে।
advertisement
একেবারে শুরুতে web sphere-এ গেম হিসাবে অত্মপ্রকাশ করেছিল Wordle। পরে The New York Times খেলার সত্ত্ব কিনে নেয় এবং সকলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। এই গেম খেলতে কোনও অর্থ দিতে হয় না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Wordle গেম খেলেন ? সাবধান! Apple-এর অ্যাপ স্টোর ছেয়ে গেছে clone-এ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement