Instagram Quick Share Feature: ইনস্টাগ্রামে এসেছে ‘কুইক শেয়ার’, কী সেটা, কী ভাবে কাজ করে? রইল বিস্তারিত তথ্য

Last Updated:

Instagram Quick Share Feature: কী ভাবে ব্যবহার করতে হবে এই সুবিধা

How to Schedule Reels and Instagram Live
How to Schedule Reels and Instagram Live
Instagram Quick Share Feature: Instagram অ্যাপে সম্প্রতি যুক্ত হয়েছে কুইক শেয়ার (Quick Share) ফিচার। নির্দিষ্ট কিছু Android এবং iOS ফোন ব্যবহারকারীরাই এই সুবিধা পাচ্ছেন। নতুন এই ফিচার আসলে Instagram ব্যবহারকারীদের contact-দের (যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়) সঙ্গে সরাসরি ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেয়।
যে কোনও Instagram পোস্টের নীচে send key দেখা যায়। সেখান থেকেই এই সরাসরি শেয়ারিং অপশন পাওয়া যায়। এ ধরনের সুবিধা পাওয়া উপভোক্তারা ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন তাদের DM (direct message) তালিকা থেকে বেছে নিয়ে। মনে করা হচ্ছে নির্দিষ্ট কিছু মোবাইলে এই সুবিধা দিয়ে সংস্থা বিষয়টি খতিয়ে দেখে নিতে চাইছে। আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
advertisement
কী ভাবে ব্যবহার করতে হবে এই সুবিধা —
১. প্রথমেই Android বা iOS ফোনে Instagram অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
advertisement
২. যে পোস্টটি শেয়ার করতে চান নিউজ ফিড থেকে সেটি খুলে নিতে হবে।
৩. পোস্টের নীচে বাঁ দিকে send আইকনটি tap করে কিছুক্ষণ ধরে থাকতে হবে।
৪. অ্যাপটি আপডেটেড হলে, এ সময় ভেসে উঠবে ব্যবহারকারীর সমস্ত contact, (যাঁদের সঙ্গে বেশি যোগাযোগ হয়)।
advertisement
৫. এ বার পছন্দের কন্টাক্টের উপর ক্লিক করেই পাঠিয়ে দেওয়া যাবে নির্বাচিত পোস্টটি।
আরও পড়ুন - আগামী দিনে হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ, চলবে গাড়ি, উনুনে চড়বে ভাতের হাঁড়ি, দাবি গবেষকদের
ফেব্রুয়ারির শুরুতেই Instagram তার story-তে like দেওয়ার নতুন পদ্ধতি নিয়ে এসেছে। কারও স্টোরিতে লাইক করতে গেলে এখন আর সরাসরি মেসেজ চলে যায় না। Instagram Stories-এর একেবারে নীচে ডান দিকে like আইকন এসেছে। এই বিশেষ আপডেটটির কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন সংস্থার কর্তা অ্যাডাম মোসেরি। একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন কী ভাবে কাজ করবে ফিচারটি। তিন বলেন, এ বার থেকে সরাসরি মেসেজ (DM)-এর মধ্যে ঢুকে পড়বে না স্টোরির like। বরং তা দেখা যাবে ব্যবহারকারীর স্টোরির ভিউয়ার শিট (viewer sheet)-এ। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘Stoy Like’।
advertisement
এর আগে স্টোরিতে আসা যে কোনও রেসপন্স সরাসরি গ্রাহকের মেসেজে আসত এবং একটি নতুন কথোপকথন শুরু করে ফেলত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram Quick Share Feature: ইনস্টাগ্রামে এসেছে ‘কুইক শেয়ার’, কী সেটা, কী ভাবে কাজ করে? রইল বিস্তারিত তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement