Telegram 8.0.1 Update: লাইভ স্ট্রিম থেকে ভিডিও-অডিও রেকর্ড করা যাবে! আর কী আপডেট এল Telegram-এ?

Last Updated:

Telegram 8.0.1 Update: কোনও গ্রুপে মেসেজ করার পর গ্রুপে থাকা কারা কারা সেই মেসেজ পড়লেন তার বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে।

লাইভ স্ট্রিম থেকে ভিডিও-অডিও রেকর্ড করা যাবে! আর কী আপডেট এল Telegram-এ?
লাইভ স্ট্রিম থেকে ভিডিও-অডিও রেকর্ড করা যাবে! আর কী আপডেট এল Telegram-এ?
WhatsApp-এর মতোই অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Telegram। ক্লাউড নির্ভর এই মেসেজিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন। চলতি মাসের শুরুতেই একাধিক আপডেট (Telegram 8.0.1 Update) নিয়ে এসেছে সংস্থাটি। এবার আরও কিছু আপডেট আনতে চলেছে। এমনই জানানো হয়েছে সংস্থার তরফে।
চলতি মাসের শুরুতে Telegram-এর তরফে যে আপডেট আনা হয়েছে তা মূলত মেসেজিং অ্যাপটির অষ্টম ভার্সন বা Version 8। সেখানে যে যে আপডেটগুলি (Telegram 8.0.1 Update) ছিল তা হল অ্যানিমেটেড ইমোজি, নতুন স্টিকার প্যানেল, কোনও মিডিয়া থেকে ক্যাপশন রিমুভ অপশন ছাড়াও আরও বেশ কয়েকটি নতুন ফিচার। কিন্তু এবার নতুন যে আপডেটটি নিয়ে আসা হয়েছে তা হল 8.0.1। এক্ষেত্রে আরও বেশ কিছু নতুন আপডেট পাবেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
নতুন ভার্সনে কী কী আপডেট পাওয়া যাবে?
নতুন ভার্সনে আপডেটগুলির মধ্যে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ডিটেল রিড রিসিপ পাওয়া সম্ভব হবে। যার অর্থ, কোনও গ্রুপে মেসেজ করার পর গ্রুপে থাকা কারা কারা সেই মেসেজ পড়লেন তার বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে। পাশাপাশি লাইভ স্ট্রিম থেকে ভিডিও এবং অডিও রেকর্ড করা যাবে। এছাড়াও আরও কিছু আপডেট এনেছে সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে চ্যাটে থিম যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। মোট ৮টি থিম দেওয়া হবে ব্যবহারকারীদের। সেখান থেকে নিজেদের পছন্দমতো থিম ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে আরও থিম যোগ করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
কী ভাবে চ্যাটের থিম পরিবর্তন করা সম্ভব?
প্রথমে চ্যাট হেডারে ক্লিক করতে হবে। তার পর সেখান থেকে কালার চেঞ্জ করতে হবে (Chat Header > Change Colors)। এর সঙ্গে অ্যানিমেটেড ইমোজিও পাবেন ব্যবহারকারীরা।
advertisement
Telegram 8.0.1 Update: রিড রিসিটের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে সংস্থাটি। এত দিন কোনও গ্রুপে মেসেজ করা হলে সেই গ্রুপের সকলে ওই মেসেজ না পড়া পর্যন্ত রিড রিসিট দেখা যেত না। কিন্তু বর্তমানে যে আপডেট এসেছে তাতে কোনও গ্রুপে করা কোনও মেসেজ একজন পড়লেই তার নামের পাশে নীল রঙের ডবল টিক দেখা যাবে।
advertisement
পাশাপাশি Telegram গ্রুপে কেউ লাইভ করলে অ্যাডমিন সেই লাইভ রেকর্ড করতে পারবে এবং সেখানেও একটি অপশন থাকবে। যেখানে অ্যাডমিনের কাছে জানতে চাওয়া হবে অডিও, ভিডিও দু'টোই রেকর্ড করবে না শুধু অডিও রেকর্ড করবে। লাইভ শেষ হওয়ার পর সেই রেকর্ডিং সেভ মেসেজ অপশনে সেভ থাকবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Telegram 8.0.1 Update: লাইভ স্ট্রিম থেকে ভিডিও-অডিও রেকর্ড করা যাবে! আর কী আপডেট এল Telegram-এ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement