পাওয়ার ব্যাঙ্ক কিনতে হলে এই তালিকাই সেরা! তবে ৫ টিপস না মানলে টাকাই যাবে জলে

Last Updated:

বাজারে এখন সেরা ৫টি পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। যা অত্যন্ত শক্তিশালী এবং এর মাধ্যমে খুব কম সময়েই যে কোনও ডিভাইস চার্জ হয়ে যায়।

এখন প্রায় সকলের জীবনেই মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ কাজই এখন করা হয় মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য মোবাইল ফোন ছাড়া আমরা অচল। এই কারণে মোবাইল ফোনে সবসময় চার্জ থাকা খুবই প্রয়োজন। মোবাইল ফোনে সবসময় চার্জ রাখার জন্য দরকার হয় একটি পাওয়ার ব্যাঙ্কের। রাস্তায় বা অন্য কোথাও গেলেও এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে খুব সহজেই চার্জ দেওয়া যায় মোবাইল ফোন।
স্মার্টফোন ব্যবহারকারীরা ভ্রমণের সময় এটি ব্যবহার করেন, যাতে সেই সময়ে বিদ্যুৎ না থাকার কারণে ফোন দ্রুত ডিসচার্জ না হয়। মোবাইল ফোন ছাড়াও ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অন্যান্য ব্যাটারি চালিত ডিভাইসগুলি পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ করা যেতে পারে। ল্যাপটপ চার্জ করার জন্য বাজারে প্রচুর পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। বাজারে এখন সেরা ৫টি পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। যা অত্যন্ত শক্তিশালী এবং এর মাধ্যমে খুব কম সময়েই যে কোনও ডিভাইস চার্জ হয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই সেরা ৫টি পাওয়ার ব্যাঙ্ক -
advertisement
Ambrane PP30 Pro -
advertisement
Ambrane হল ভারতের একটি জনপ্রিয় ইলেকট্রনিক্সের ব্র্যান্ড। এদের এই পাওয়ার ব্যাঙ্ক ট্যাবলেট এবং স্মার্ট ব্যান্ডের মতো ইলেকট্রনিক আইটেম চার্জ করার জন্য তৈরি করা হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কটি একটু ভারী হলেও, এর অনেক সুবিধা রয়েছে, যেমন - এই পাওয়ার ব্যাঙ্ক উচ্চ ভোল্টেজের সময় নিরাপদ থাকে।
advertisement
Syska হল একটি জনপ্রিয় ভারতীয় ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক। এদের এই পাওয়ার ব্যাঙ্ক, ব্লুটুথ স্পিকার এবং হেডফোন চার্জ করার জন্য তৈরি করা হয়েছে। Syska Power Core 100 তে রয়েছে ১০,০০০ এমএএইচ।
advertisement
URBN UPR203 -
UPR203 হল একটি কম দামের ২০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক। যার দাম ভারতীয় ই-কমার্স ওয়েবসাইটগুলিতে ১,১৯৯ টাকা থেকে শুরু ৷
Ambrane ভারতের অন্যতম জনপ্রিয় কোম্পানি। এর ডিজাইন বেশ সহজ এবং মার্জিত। গ্রাহকদের বিভিন্ন ধরনের ডিভাইস চার্জ করার জন্য Ambrane Neos-এ একটি ২০,০০০ এমএএইচ Li-Po ব্যাটারি রয়েছে৷ যদিও এর চার্জিং স্লো।
advertisement
Zinq ZQ20KPC -
Zinq ZQ20KPC-তে ১৩,০০০ এমএএইচ চার্জিং ক্ষমতা সহ একটি ২০,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি মোবাইল ফোনের ব্যাটারি তিনবার চার্জ করতে পারে। এই পাওয়ার ব্যাঙ্কটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৭-৯ ঘন্টা সময় নেয়। চার্জ করার সময় ডিভাইসটি সামান্য গরম হয়ে যায়।
পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখাও খুব জরুরি, যেমন -
১ - বহনযোগ্যতা।
advertisement
২ - ব্যাটারি ক্ষমতা।
৩ - ইউএসবি পোর্ট।
৪ - পাওয়ার আউটপুট এবং ইনপুট।
৫ - নিরাপদ চার্জিং।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পাওয়ার ব্যাঙ্ক কিনতে হলে এই তালিকাই সেরা! তবে ৫ টিপস না মানলে টাকাই যাবে জলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement