হোম /খবর /প্রযুক্তি /
কারেন্ট চলে গেলেও ঘণ্টার পর ঘণ্টা চলবে এই ফ্যান, চটজলদি ঠাণ্ডা হবে রুম

Solar Fans: কারেন্ট চলে গেলেও ঘণ্টার পর ঘণ্টা চলবে এই ফ্যান, চটজলদি ঠাণ্ডা হবে রুম

সোলার টেবিল ফ্যান এমনই একটি বিষয় যা হাওয়া দেবে কিন্তু বিদ্যুতের বিল আসবে কম।

সোলার টেবিল ফ্যান এমনই একটি বিষয় যা হাওয়া দেবে কিন্তু বিদ্যুতের বিল আসবে কম।

Solar Fans: ‘সোলার ফ্যান’ ব্যবহার করলে পরিবেশের যেমন উপকার হতে পারে, আবার বিদ্যুৎ বিল কম এলে নিজের পকেটেও খানিকটা সাশ্রয় হতে পারে।

  • Share this:

এ যেন এক দুষ্টচক্র। ক্রমশ বাড়ছে গরমের দাপট, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতীন পাখা, কুলার, এসি-র ব্যবহার। তার ফলে পরোক্ষ ভাবে ক্ষতি হচ্ছে পরিবেশের, বাড়ছে উষ্ণতাও। তাই অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি করার দিকে নজর দেওয়া দরকার সব দেশে। ভারতীয় বাজারেও এমন অনেক পাখা পাওয়া যায় যেগুলি বিদ্যুৎ ছাড়াই চালানো যায়।

‘সোলার ফ্যান’ ব্যবহার করলে পরিবেশের যেমন উপকার হতে পারে, আবার বিদ্যুৎ বিল কম এলে নিজের পকেটেও খানিকটা সাশ্রয় হতে পারে। সোলার টেবিল ফ্যান এমনই একটি বিষয় যা হাওয়া দেবে কিন্তু বিদ্যুতের বিল আসবে কম। এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি—

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

D.light SF20 সোলার রিচার্জেবল টেবিল ফ্যান:

এই ফ্যানটি একবার চার্জ করলে প্রায় ৮ ঘণ্টা কাজ করতে পারে। আর শুধু ঠান্ডা হাওয়াই নয়, এর অন্যতম বৈশিষ্ট্য হল পোকামাকড় এবং মাছি দূর করাও।

D.Lite SF20 সোলার রিচার্জেবল ফ্যানের সঙ্গে একটি ইন-বিল্ট LED আলোর পাওয়া যায়। মূলত বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখেই এটি বানানো হয়েছে।

পাখার সঙ্গে ১৬W-এর একটি সোলার প্যানেল রয়েছে। অনলাইনে এই পাখার মূল্য ৪,১৯৫ টাকা। এতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি।

আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

Lovely সোলার ফ্যান:

এই টেবিল ফ্যানটি DC ১২ ভোল্ট বিদ্যুতে কাজ করে। এর সঙ্গে রয়েছে একটি শক্তিশালী ২৪ ওয়াটের মোটর। আয়রন এবং পিভিসি দিয়ে তৈরি এই পাখাটি দারুন ডিজাইনে তৈরি। এই ফ্যান ১.৬৫-২.০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাগে। গ্রাহকরা এটি আকাশি এবং সাদা রঙে কিনতে পারবেন।

৩ কেজি ওজনের পাখাটিতে ৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যায়। Flipkart-এ এর দাম ১,৪৪৯ টাকা।

Zosoe পাওয়ারফুল ১.৮৮ ওয়াট রিচার্জেবল টেবিল ফ্যান:

৮ ইঞ্চি লিফ ফ্যানটি সোলার প্যানেল বোর্ড ব্যবহার করে চার্জ করা যেতে পারে। দুই ধাপ গতি এবং ২১টি এলইডি-র আলোয় কম, মাঝারি এবং উচ্চ উজ্জ্বলতা ব্যবহার করা যায়। এতে পাখা ও আলোর জন্য আলাদা বোতাম রয়েছে। দুটোই একসঙ্গে ব্যবহার করা যায়। এলইডি বাতি ৮ ঘণ্টা এবং ফ্যান ৪ ঘণ্টা বা তার বেশি ব্যবহার করা যেতে পারে। একই সময়ে ব্যবহার করলে তা ৩ ঘণ্টা ব্যবহার করা যেতে পারে। এর অনলাইন মূল্য ৮৯৯ টাকা।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Electricity bill, Solar fan