ঘরে এই যন্ত্র লাগালেই কেল্লা ফতে! অফিসে বসেই নজরদারির পাশাপাশি কথা বলতে পারবেন সন্তানের সঙ্গে

Last Updated:

আজকাল এমন বেবি মনিটর বাজারে সহজেই পাওয়া যায়। এর মাধ্যমে শুধু বাচ্চাদের যত্ন নেওয়াই নয়, তাদের কার্যকলাপের উপর নজর রাখা যেতে পারে

কথায় আছে না, বাবা-মা হওয়া কী মুখের কথা! সত্যিই তা-ই! কারণ সন্তান জন্মানোর পর থেকে তার দেখভাল করা তো ঠিকই থাকে। কিন্তু সেই কোলের সন্তানকে বাড়িতে রেখে নিশ্চিন্তে অফিস করা বোধহয় কোনও মা-বাবার পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। সব সময় মনটা যেন পড়ে থাকে বাড়ির মধ্যে সেই একরত্তিটির কাছেই।
আসলে ছোট্ট সন্তানকে আয়া কিংবা ন্যানি অথবা বাড়ির কারও কাছে রেখে নিশ্চিন্ত থাকতে পারেন না মা-বাবারা। আর এটা চলে যত দিন-না সন্তানের ভাল-মন্দ জ্ঞান হচ্ছে, তত দিন। তা-হলে উপায়? এই সমস্যার ক্ষেত্রে মুশকিল আসান করবে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বেবি মনিটর। আজকাল এমন বেবি মনিটর বাজারে সহজেই পাওয়া যায়। এর মাধ্যমে শুধু বাচ্চাদের যত্ন নেওয়াই নয়, তাদের কার্যকলাপের উপর নজর রাখা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
বেবি মনিটর আসলে একটি ইলেকট্রনিক ডিভাইস। আসলে এর মধ্যে এমন সব ফিচার থাকে, যার মাধ্যমে নিজের সন্তানের উপর নজর রাখা যাবে। শুধু তা-ই নয়, এই ধরনের ইলেকট্রনিক যন্ত্রে শিশুদের বিনোদনের জন্য অনেক সুযোগ-সুবিধাও রয়েছে। এই ফিচারটার বিষয়ে হয়তো অনেকেই জানেন না। অনলাইন কিংবা অফলাইন - উভয় মাধ্যমেই পাওয়া যাচ্ছে বেবি মনিটর।
advertisement
advertisement
বেবি মনিটর কী ভাবে কাজ করে?
সব থেকে ভাল বিষয় হচ্ছে, বেবি মনিটরে এমন সব ফিচার রয়েছে, যার মাধ্যমে এক জন অভিভাবক বাইরে থাকলেও বা দূরে বসেও নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ সন্তান কিংবা সন্তানের জন্য রাখা আয়ার সঙ্গেও কথা বলতে পারবেন মা-বাবা। আর তাদের কার্যকলাপের উপর নজরদারিও চালাতে পারবেন। কারণ এর মধ্যে রয়েছে হাই রেজোলিউশন ক্যামেরা, স্পিকার এবং মাইকের সুবিধাও। বেবি মনিটরের মাধ্যমে অভিভাবকরা নিজেদের স্মার্টফোন কিংবা ল্যাপটপে বসে বাচ্চাদের সমস্ত কার্যকলাপ দেখতে পাবেন।
advertisement
ওয়্যারলেস বেবি মনিটর নিয়ন্ত্রণ করা খুবই সহজ। সন্তান যদি ঘুমিয়ে পড়ে, তা-হলে এমন পরিস্থিতিতে বেবি মনিটরের মাধ্যমে ঘরের আলোও নিভিয়ে দেওয়া যায়। এ ছাড়া এতে অটো-অফের সুবিধাও পাওয়া যায়। আবার সন্তান জেগে উঠলে সেই সময় আলোও স্বয়ংক্রিয় ভাবে জ্বলে ওঠে। এছাড়া ঘরে যদি কোনও ধরনের অসুবিধা হয়, এমন পরিস্থিতিতেও অভিভাবকেরা বেবি মনিটরের মাধ্যমে সন্তানের সমস্ত আওয়াজ শোনার পাশাপাশি তার উপর নজর রাখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ঘরে এই যন্ত্র লাগালেই কেল্লা ফতে! অফিসে বসেই নজরদারির পাশাপাশি কথা বলতে পারবেন সন্তানের সঙ্গে
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement