Google Chrome Update: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট; সুরক্ষার জন্য যা করতে হবে...

Last Updated:

Google Chrome Update: সুরক্ষার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন ভার্সনের এই আপডেট।

Google Chrome Update: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে ক্রোমের নতুন আপডেট। বেশ কিছুদিন ধরেই গুগল ক্রোমের (Google Chrome) ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। গুগল ক্রোমের সেই দুর্বলতা দূর করার জন্য চলে এসেছে লেটেস্ট আপডেট। গুগল ক্রোমের এই লেটেস্ট ভার্সনের আপডেট করতে পারবে অ্যান্ড্রয়েড ইউজাররা। সুরক্ষার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন ভার্সনের এই আপডেট। সুতরাং ইউজাররা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওয়েব ব্রাউজার অ্যাপ আপডেটের মাধ্যমে লেটেস্ট ভার্সন ক্রোম ব্যবহার করতে পারবে। গুগল তাদের ক্রোমের এই সমস্যা সকলের সামনে তুলে না ধরলেও, সেই সমস্যা সমাধানের জন্য নিয়ে আসা হয়েছে নতুন আপডেট ভার্সন। কারণ গুগল লক্ষ্য করে দেখেছে যে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমে বেশ কিছু সমস্যা রয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে ইউজারদের রিস্কও রয়েছে।
অ্যান্ড্রয়েড ফোন থাকলে এবং সেই ফোনে থাকা ক্রোমের ভার্সন যদি ১০৩.০.৫০৬.৭১-এর কম হয়, তাহলে খুব দ্রুত সেই ক্রোম আপডেট করতে হবে। এর জন্য প্রথমেই ক্রোম অ্যাপ ওপেন করতে হবে। এর পর উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এর পর সেটিং অপশনে যেতে হবে এবং খুঁজে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম। এই ক্ষেত্রে দেখে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম আপডেট করা হচ্ছে কি না।
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম আপডেট করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ওপেন করতে হবে গুগল প্লে স্টোর।
স্টেপ ২ - এর পর স্ক্রিনের ডানদিকের উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এর পর ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপ এবং ডিভাইসেসে।
স্টেপ ৪ - এর পর দেখে নিতে হবে বিভিন্ন অ্যাপের আপডেট।
স্টেপ ৫ - এবার সেখানে যদি ফোনে ক্রোম আপডেট করার অপশন না দেখায়, তাহলে ক্রোম আইকনে গিয়ে সেটি আপডেট করতে হবে।
advertisement
স্টেপ ৬ - এর পর আপডেট অপশনে ক্লিক করতে হবে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে লেটেস্ট ভার্সনের ক্রোম পাওয়ার জন্য।
স্টেপ ৭ - সেই আপডেট হয়ে গেলেই অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম সুরক্ষিত যে কোনও ম্যালিসিয়াস অ্যাটাক থেকে।
advertisement
গুগলের তরফে লক্ষ্য করে দেখা গিয়েছে যে ক্রোমে রয়েছে কমন ভালনারেবিলিটি এবং এক্সপোজারের সমস্যা। এটি হল সিভিই ২০২২-২২৯৪। অ্যান্ড্রয়েড ফোনে এর প্রভাব খুবই মারাত্মক হতে পারে। এর ফলে যথাসম্ভব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম আপডেট করার কথা বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome Update: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট; সুরক্ষার জন্য যা করতে হবে...
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement