Instagram স্টোরি হবে এখন আরও মজার, কোনও বিরতি ছাড়াই সিঙ্গল ক্লিপ টানা ৬০ সেকেন্ডের

Last Updated:

বর্তমানে ইনস্টাগ্রামে ইউজাররা ৬০ সেকেন্ডের স্টোরি আপলোড করতে পারেন। কিন্তু সেটি ১৫ সেকেন্ডের ক্লিপে ভেঙে যায়।

বর্তমানে ইনস্টাগ্রাম হল একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ইনস্টাগ্রাম নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। ইনস্টাগ্রাম এই ফিচার লঞ্চ করতে চলেছে গ্লোবালি। অর্থাৎ পুরো বিশ্বের সকল ইনস্টাগ্রাম ইউজার ব্যবহার করতে পারবে এই নতুন ফিচার।
ইনস্টাগ্রামের এই ফিচারের মাধ্যমে আরও উন্নত হবে ইনস্টাগ্রামের স্টোরি। বর্তমানে ইনস্টাগ্রামে ইউজাররা ৬০ সেকেন্ডের স্টোরি আপলোড করতে পারেন। কিন্তু সেটি ১৫ সেকেন্ডের ক্লিপে ভেঙে যায়। কিন্তু এখন আর ইনস্টাগ্রামের স্টোরিজ ১৫ সেকেন্ডে ভেঙে যাবে না। কারণ এখন ইনস্টাগ্রাম নিয়ে আসতে চলেছে একটি নতুন ফিচার। এর মাধ্যমে একটানা ৬০ সেকেন্ড চলবে ইনস্টাগ্রামের স্টোরি। মেটা-র মুখপাত্র টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা ৬০ সেকেন্ডের ইনস্টাগ্রাম স্টোরিজ আপলোড করতে পারবেন। এছাড়াও ইনস্টাগ্রামের এই নতুন ফিচারে থাকছে বিভিন্ন ধরনের অপশন। ইউজাররা কোনও বাধা ছাড়াই ৬০ সেকেন্ডের স্টোরিজ আপলোড করার জন্য বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের মাধ্যমে ৬০ সেকেন্ডের স্টোরিজ এবং রিলের জন্য ইউজাররা ব্যবহার করতে পারবে দুটি অপশন।
advertisement
advertisement
জুন মাসে ইনস্টাগ্রাম তাদের ইউজারদের জন্য চালু করেছিল বেশি সময়ের রিল। ইউজাররা এর মাধ্যমে ৯০ সেকেন্ডের রিল আপলোড করতে পারতেন। এরপর সেটি ৬০ সেকেন্ডের জন্য করা হয়। মেটার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন এই ফিচার। তাদের উদ্দেশ্য হল ইউজারদের কাছে ইনস্টাগ্রাম আরও জনপ্রিয় করে তোলা।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
বর্তমানে ইনস্টাগ্রামের ইউজাররা একবারে ১০০টি স্টোরি আপলোড করতে পারেন। আগামী দিনেও এই সংখ্যাটা একই থাকবে। ইনস্টাগ্রামের ইউজাররা 'শো অল' বাটনের মাধ্যমে তাঁদের সমস্ত স্টোরি একসঙ্গে দেখতে পারবেন। কিন্তু ইনস্টাগ্রামের ইউজাররা কোনও রকম বাধা ছাড়াই একটানা ৬০ সেকেন্ডের জন্য ইনস্টাগ্রামের স্টোরিজ আপলোড করতে পারবেন, এই সুবিধা আগে ছিল না। এর মাধ্যমে একটানা কোনও বাধা ছাড়াই চলবে ৬০ সেকেন্ডের স্টোরি।
বাংলা খবর/ খবর/অন্যান্য প্রযুক্তি/
Instagram স্টোরি হবে এখন আরও মজার, কোনও বিরতি ছাড়াই সিঙ্গল ক্লিপ টানা ৬০ সেকেন্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement