সম্পূর্ণ বৈধ ভাবেই বিনামূল্যে ব্যবহার করা যায় MS Word; জেনে নিন কী ভাবে!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে বিনামূল্যে ব্যবহার করা যাবে MS Word!
#কলকাতা: মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। এর মধ্যে রয়েছে নানা ধরনের ফিচার। এটি প্রায় সমস্ত ধরনের ডকুমেন্টেশনের জন্য খুবই কার্যকরী। এর মাধ্যমে কোনও কিছু লেখার কাজ, কোনও বইয়ের এডিটিংয়ের কাজ, অফিসের অ্যাসাইনমেন্টের কাজ- প্রায় সব কিছুই করা যায় খুব সহজে। কিন্তু MS Word ব্যবহারের ক্ষেত্রে এর সাবস্ক্রিপ্সনের জন্য অনেক টাকা খরচ করতে হয়। তাই অনেকেই অন্য অ্যাপ ব্যবহার করে। কিন্তু এই MS Word-ই সম্পূর্ণ বিনামূল্যে বৈধ ভাবেই ব্যবহার করা যায়।
MS Word ব্যবহার করার জন্য প্রায় ১০,৪৯৯ টাকা খরচ করতে হয়। যা অন্যান্য MS Office সফটওয়্যারের থেকে অনেক বেশি। কিন্তু কেউ যদি পুরো MS Office প্যাক সাবস্ক্রাইব করতে চায়, তাদের জন্য রয়েছে বার্ষিক ৪,৮৯৯ টাকার প্যাকেজ। এই জন্য অনেকেই এটি ব্যবহার না করে, Google Docs ব্যবহার করে। এটিতে MS Word-এর মতো অনেক ফিচার না থাকলেও ইউজারদের কাজ হয়ে যায়। অনেকে আবার MS Office-এর ক্র্যাকড ভার্সন ব্যবহার করে, যেটা সুরক্ষিত নয় এবং সফটওয়্যার প্রাইভেসির ক্ষেত্রে অবৈধ। কিন্তু এই MS Word-ই সম্পূর্ণ বিনামূল্যে বৈধ ভাবেই ব্যবহার করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে বিনামূল্যে ব্যবহার করা যাবে MS Word।
advertisement
advertisement
স্টেপ ১ - প্রথমে নিজেদের কম্পিউটারে ওয়েব ব্রাউজার (Web Browser) ওপেন করতে হবে। এর পর সেখানে টাইপ করতে হবে office.com।
স্টেপ ২ - সেটি খুলে গেলে একটি লাল রঙের 'সাইন ইন' (Sign In) বাটন দেখতে পাওয়া যাবে। যা মেন ব্যানারের বাঁদিকে রয়েছে। সেটি ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এবার অফিস ওয়েবসাইট মাইক্রোসফট অ্যাকাউন্টের ডিটেলস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার সেটি এন্টার করতে হবে। টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) চালু থাকলে, ভেরিফিকেশন কোডের মাধ্যমে লগ ইন করা যাবে।
স্টেপ ৪ - এবার সেখানে লগ ইন করলে স্ক্রিন জুড়ে একটি বড় ব্যানার দেখা যাবে। সেই ব্যানারের নিচে সম্প্রতি ব্যবহার করা ওয়ান ড্রাইভের (One Drive) ফাইলের লিস্ট দেখা যাবে। বাঁদিকের মেনুতে সমস্ত মাইক্রোসফট অ্যাপসের লিস্ট দেখা যাবে।
advertisement
স্টেপ ৫ - এবার MS Word-এর ডাবলু (W) আইকন ক্লিক করতে হবে। খুলে যাবে Microsoft Word।
স্টেপ ৬ - এবার Microsoft Word ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
Location :
First Published :
October 09, 2021 7:47 PM IST