বেশ কিছু পরিষেবা বন্ধ করে দিচ্ছে Google, Facebook, Microsoft এবং Amazon! কী হবে এরপর জেনে নিন বিস্তারিত

Last Updated:

Google, Facebook, Microsoft এবং Amazon আগামী কয়েক মাসে ৭টি পরিষেবা বন্ধ করে দিতে চলেছে।

গোটা বিশ্বের অর্থনীতি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে তাবড় Tech Giants ক্ষতি হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বেশির ভাগ ক্ষেত্রে বড় বড় সংস্থাগুলি তাদের ব্যবসায়িক অগ্রাধিকার এবং কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন কর্ণধারেরা। যদিও তাতেই যে সব সমস্যার সমাধান হচ্ছে, তা কিন্তু নয়।
এই সব সংস্থার তালিকায় যেমন নাম রয়েছে Microsoft, Google, Amazon-এর, তেমনই নাম রয়েছে Facebook-এর অভিভাবক সংস্থা Meta-র। এ সব সংস্থা ইতিমধ্যেই বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী বেশ কয়েকটি পরিষেবা তো ২০২০ সালে আশপাশে শুরু করা হয়েছিল। দু’বছর কাটতে না কাটতেই সেগুলি বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।Google, Facebook, Microsoft এবং Amazon আগামী কয়েক মাসে এ রকমই ৭টি পরিষেবা বন্ধ করে দিতে চলেছে।
advertisement
Google বন্ধ করছে IoT Core -
advertisement
Google Cloud সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের IoT Core Service বন্ধ করে দিচ্ছে। Google IoT Core ওয়েব পেজের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সমস্ত গ্রাহককে ই-মেল মারফত জানানো হয়েছে বলেও দাবি। Google-এর এক মুখপত্র বলেছেন, ‘IoT Core পরিষেবা চালু করার পর থেকে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, গ্রাহকদের চাহিদা পূরণের জন্য আমাদের IoT অ্যাপ্লিকেশন এবং পরিষেবায় বিশেষজ্ঞ অংশীদারদের নেটওয়ার্ক দ্বারা আরও ভালভাবে কাজ করা যেতে পারে।’
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
২০১৭ সালে চালু হওয়া, Google IoT Core লক্ষ লক্ষ ডিভাইস থেকে সংযোগ, পরিচালনা এবং ডেটা গ্রহণ করার ক্ষমতা প্রদান করে থাকে। Google Enterprise অ্যাপ্লিকেশন পরিষেবার জন্য API-গুলির একটি সেট প্রকাশ করার কয়েকদিন পরে IoT পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই পরিষেবাটি ২০২৩ সাল পর্যন্ত চলবে। তবে নতুন কোনও ব্যবহারকারী অনবোর্ডে আসতে পারবেন না।
advertisement
বন্ধ হচ্ছে Amazon Care -
চলতি বছরের শেষ নাগাদ Amazon তাদের Amazon Care পরিষেবা বন্ধ করে দিচ্ছে। Amazon Care প্রাথমিক ভাবে সংস্থার নিজস্ব কর্মীদের জন্য একটি অভ্যন্তরীণ স্বাস্থ্য-সুরক্ষা অফার হিসাবে চালু হয়েছিল। মনে রাখতে হবে, Amazon মার্কিন যুক্তরাষ্ট্রের (US) বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তাদের মধ্যে একটি। Amazon Care বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছে সংস্থা। কর্মীদের কাছে পাঠানো একটি ই-মেলে Amazon-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (স্বাস্থ্য) নিল লিন্ডসে (Neil Lindsay) লিখেছেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ একদিন ভাবে নেওয়া হয়নি এবং অনেক মাস ধরে সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি দাবি করেছেন, ‘যদিও আমাদের নথিভুক্ত সদস্যরা এই বিষয়টিকে সাদরে গ্রহণ করেছিলেন, তবু আমরা যে বিপুল সংখ্যক enterprise customer-কে লক্ষ্য করে কাজ আসছি, তাঁদের জন্য এই সুবিধা যথেষ্ট নয়, এবং দীর্ঘমেয়াদে এটি কাজ করতেও পারবে না।’
advertisement
Facebook বন্ধ করছে তার স্বতন্ত্র গেমিং অ্যাপ —
২০২০ সালে Facebook প্রথম তার গেমিং অ্যাপ (Gaming App) লঞ্চ করে। মাত্র দু’বছরের মাথায় তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর ২০২২, Facebook-এর গেমিং অ্যাপ বন্ধ হয়ে যাবে। ব্যবহারকারীরা একটি ব্যানার দেখতে পাবেন যাতে বলা হবে, এই অ্যাপটি নির্দিষ্ট তারিখের পরে Apple iOS এবং Google Android-এ আর চালানো যাবে না। অ্যাপটি Google Play Store বা Apple App Store-এও আর পাওয়া যাবে না।
advertisement
Microsoft Windows Enterprise ব্যবহারকারীদের জন্য 'অলিম্পিয়া কর্প' (Olympia Corp) টেস্ট ল্যাব (Test Lab)-কে জানিয়েছে যে, শীঘ্রই এটি বন্ধ হবে। Microsoft ২০১৭ সালে ‘Windows Insider Lab for Enterprise’ হিসাবে অলিম্পিয়া চালু করেছিল। সদস্যদের একটি মেলে Microsoft জানিয়েছে, ‘আমরা আনুষ্ঠানিক ভাবে এক মাসের মধ্যে অলিম্পিয়া প্রোগ্রামটি বন্ধ করে দেব। অলিম্পিয়ার লাইসেন্স বাতিল করব এবং অলিম্পিয়া ফিডব্যাক পাথ (Feedback Path) মুছে দেব।’
advertisement
বন্ধ হচ্ছে 'মেড ফর ইন্ডিয়া' Kaizala চ্যাট অ্যাপ -
Microsoft আগামী বছরের ৩১ আগস্ট থেকে তার 'মেড ফর ইন্ডিয়া' গ্রুপ-মেসেজিং পরিষেবা Kaizala বন্ধ করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই নির্দিষ্ট দিনের পরে, পরিষেবাটি আর পাওয়া যাবে না।
এই অ্যাপটিও ২০১৭ সালে ভারতে লঞ্চ করে Microsoft। অ্যাপটি বড় গ্রুপ যোগাযোগ এবং কাজের ব্যবস্থাপনার জন্য ডিজাইন করা হয়েছিল। ভারতে Kaizala Pro পরিষেবাও চালু করা হয়েছিল। এ জন্য ব্যবহারকারীকে মাসে ১৩০ টাকা দিতে হত।
Tuned বন্ধ করছে Meta -
Tuned হল যুগলের জন্য ফেসবুকের অভিভাবক সংস্থা Meta-এর একটি সামাজিক অ্যাপ। আগামী ১৯ সেপ্টেম্বর এটি বন্ধ হয়ে যাচ্ছে। ২০২০ সালে অতিমারীর চালু করা এই অ্যাপটির লক্ষ্য ছিল স্পটিফাই ইন্টিগ্রেশনের (Spotify integration) দু’জন মানুষের মধ্যে নোট, ফোটো এবং ভিডিও, চ্যালেঞ্জ, ভয়েস মেসেজ, গান ইত্যাদি আদান প্রদানে সাহায্য করা।
বন্ধ হচ্ছে Facebook-এর Live Shopping -
এ বার Facebook-ও বন্ধ করে দিচ্ছে তার লাইভ শপিং পরিষেবা৷ যেহেতু Facebook-এর অভিভাবক সংস্থা Meta চাইছে ভিডিও প্ল্যাটফর্ম Reel-এর উপর নজর দিতে। তাই আগামী ১ অক্টোবর ২০২২ থেকে আর কোনও লাইভ শপিং ইভেন্ট তৈরি করা যাবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বেশ কিছু পরিষেবা বন্ধ করে দিচ্ছে Google, Facebook, Microsoft এবং Amazon! কী হবে এরপর জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement