Gmail Tips: ব্যবহার করা যাবে নেট ছাড়াও; এক নজরে দেখে নিন Gmail-এর ১৫ প্রয়োজনীয় ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Gmail Tips: বর্তমানে সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হল Gmail
#কলকাতা: বর্তমানে সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হল Gmail। কিন্তু অনেকেই Gmail-এর সবক'টি ফিচার সম্পর্কে ওয়াকিবহল নয়। তাই এক নজরে দেখে নেওয়া যাক Gmail-এর ১৫টি প্রয়োজনীয় ফিচার।
১) মিউট ইমেল (Mute Email)- বিভিন্ন ধরনের ইমেল থ্রেড থেকে বাঁচতে এটি ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমেই খুলতে হবে ইমেল থ্রেড। এর পর ডানদিকের ওপরে তিনটি ডটে ক্লিক করতে হবে। এবার অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাবে, সেখান থেকে মিউট অপশনটি বেছে নিতে হবে। পরবর্তীকালে আর্কাইভ সেকশনে গিয়ে আবার আনমিউট করার অপশনও রয়েছে।
advertisement
২) অটো অ্যাডভান্স (Auto-Advance)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা পরবর্তী মেলে সরাসরি চলে যেতে পারবে। এক্ষেত্রে মেলের পুরো লিস্টটি খুলে যাবে যেমন- আর্কাইভ মেল, ডিলিটেড মেল, মিউটেড মেল ইত্যাদি।
advertisement
৩) গুগল ড্রাইভের মাধ্যমে সেন্ড করা যাবে বেশি ডেটার ফাইল- Gmail-এর মাধ্যমে ইউজাররা ২৫এমবি এর বেশি সাইজের ফাইল সেন্ড করতে পারেনা। কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে সেন্ড করা যায় বেশি ডেটার ফাইল।
advertisement
৪) অ্যাডভান্স সার্চ ফিচার (Advance Search Feature)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের অপশনের সুবিধা পাবে। এর জন্য প্রথমেই সেটিং আইকনে ক্লিক করতে হবে। এর পর সার্চ বারের ডানদিকের অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৫) রিকল টাইম (Recall Time)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা ৫ সেকেন্ডের উইন্ডো টাইম বাড়িয়ে ৩০ সেকেন্ডের করতে পারবে।
৬) জিমেল নাজেস (Gmail Nudges)- এই ফিচারের মাধ্যমে ইউজারদের রিমাইন্ড দেওয়া হয়। কোনও গুরুত্বপূর্ণ মেল এলেই ইউজারদের সেটির জন্য রিমাইন্ড দেওয়া হয়।
৭) ইমেল শিডিউল (Email Schedule)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা মেল পাঠানোর ক্ষেত্রে তারিখ, সময় শিডিউল করে রাখতে পারে।
advertisement
আরও পড়ুন - ১৫ দিন ব্যবহার করে ফেরত দিলেও ফুল রিফান্ড; Flipkart নিয়ে এল নতুন প্রোগ্রাম ‘লাভ ইট অর রিটার্ন ইট’
8) স্মার্ট কম্পোজ ফিচার (Smart Compose Feature)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা দ্রুত মেল লেখার সুবিধা পেতে পারে। এর মাধ্যমে কোনও মেল সঠিকভাবে কম্পোজ করতে সুবিধা হয়।
advertisement
৯) অ্যাড টু টাস্কস (Add To Tasks)- এই ফিচারের মাধ্যমে ইউজাররা সরাসরি যে কোনও টাস্ক ক্রিয়েট করতে পারবে।
১০) কনফিডেন্সিয়াল মোড (Confidential Mode)- এই ফিচার ইউজারদের অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি হল সুরক্ষার এক্সট্রা লেয়ার।
১১) অফলাইন অ্যাকসেস মোড (Offline Access Mode)- এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই জিমেলের ব্যবহার করা যাবে।
advertisement
১২) গুগল ড্রাইভ (Google Drive)- এর মাধ্যমে ইউজাররা সরাসরি যে কোনও ফাইল গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারে।
আরও পড়ুন - দূষণে ঘরকে সুরক্ষিত রাখে এয়ার পিউরিফায়ার; কেনার আগে এই ১০ গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন
১৩) গুগল ট্রান্সলেট (Google Translate)- এর মাধ্যমে ইউজাররা যে কোনও মেল, নিজেদের পছন্দ অনুযায়ী ভাষায় রূপান্তর করে নিতে পারে।
১৪) ক্রিয়েট লেবেল (Create Labels)- এর মাধ্যমে ইউজাররা তাদের সুবিধা মতো, যে কোনও ফোল্ডার ইনবক্সে সাজিয়ে রাখতে পারে।
১৫) রিডিং পেন (Reading Pane)- এর মাধ্যমে ইউজারদের ইনবক্সের মেল পড়তে এবং রিপ্লাই দিতে সুবিধা হবে।
view commentsLocation :
First Published :
November 11, 2021 1:06 PM IST