Garena Free Fire Banned: ভারতে বন্ধ হয়ে গিয়েছে গারেনা ফ্রি ফায়ার, চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Garena Free Fire Banned: গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকেও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
Garena Free Fire Banned: ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সোমবার দেশে ব্যান করে দিয়েছে ৫০টিরও বেশি চাইনিজ মোবাইল অ্যাপ। এদের মধ্যে রয়েছে জনপ্রিয় মোবাইল গেম গারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire)। কিছুদিন আগে থেকেই গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরে (Apple App Store) থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম। এখন শোনা যাচ্ছে যে ভারত সরকার এই জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার ভারতে ব্যান করে দিয়েছে। কিন্তু এখনও সিঙ্গাপুর বেসড ভিডিও গেম ডেভেলপার গারেনা ইন্টারন্যাশনাল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী এই জনপ্রিয় মোবাইল গেম ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ ভারতে ব্যান করা হয়েছে, এর সংখ্যা প্রায় ৫০-এর বেশি।
পাবজি (PUBG) মোবাইল গেমের প্রতিদ্বন্দ্বী গ্যারেনা ফ্রি ফায়ার মোবাইল গেম গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা না গেলেও ফ্রি ফায়ার ম্যাক্স (Free Fire Max) এখনও গুগল প্লে স্টোরে রয়েছে। কিছুদিন আগে থেকেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম। এখন শোনা যাচ্ছে যে ভারত সরকার এই জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার ভারতে ব্যান করে দিয়েছে। কিন্তু এখনও গারেনা ইন্টারন্যাশনাল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকেও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু ভারতে এখনও চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স।
advertisement
advertisement
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স -
ফ্রি ফায়ার হল একটি লাইট ভার্সনের গেম। এটি ডিজাইন করা হয়েছে মোবাইল ডিভাইসের জন্য। এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য শুধু ৭০০এমবি প্রয়োজন। এছাড়া এই গেম ডাউনলোডের জন্য প্রয়োজন মাত্র ১জিবি র্যাম। এর ফলে বেশিরভাগ ফোনেই রয়েছে এই লোয়ার স্পেসিফিকেশনের লাইট ভার্সনের গেম। অন্য দিকে ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। এটির জন্য প্রয়োজন প্রায় ১.৫জিবি স্টোরেজ এবং প্রায় ৪জিবি র্যাম। কিন্তু এই দুটি গেমের মধ্যে আসল পার্থক্য রয়েছে গ্রাফিক্স কোয়ালিটিতে।
advertisement
ফ্রি ফায়ার ম্যাক্স গেমে রয়েছে উন্নত মানের ভিস্যুয়াল ফিডেলিটি, বেটার কালার, ফলিয়েজ, লাইটিং এবং শ্যাডো। অন্য দিকে ফ্রি ফায়ার লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এতে অনেক আধুনিক ফিচার থাকলেও এর গ্রাফিক্স কোয়ালিটি কম উন্নত। কিন্তু লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় এবং অনেকের ফোনেই রয়েছে এই গেম।
Location :
First Published :
February 16, 2022 2:48 PM IST