Garena Free Fire vs Free Fire Max: বন্ধ গারেনা ফ্রি ফায়ার, তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স চলছে কেন? জেনে নিন কোথায় লুকিয়ে তফাত!

Last Updated:

Garena Free Fire vs Free Fire Max: এক নজরে দেখে নেওয়া যাক গারেনা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স গেমের পার্থক্য।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: ভারত সরকার জাতীয় সুরক্ষার কারণে দেশে ব্যান করে দিয়েছে বেশ কয়েকটি অ্যাপ। এর মধ্যে রয়েছে জনপ্রিয় গারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire)। ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ভারতে ব্যান করে দিয়েছে বেশ কয়েকটি চাইনিজ মোবাইল অ্যাপ। এদের মধ্যে জনপ্রিয় মোবাইল গেম গারেনা ফ্রি ফায়ার থাকলেও ভারতে এখনও চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max)। কিছুদিন আগে থেকেই গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরে (Apple App Store) থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম। এখন শোনা যাচ্ছে যে ভারত সরকার এই জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার ভারতে ব্যান করে দিয়েছে। কিন্তু এখনও সিঙ্গাপুর বেসড ভিডিও গেম ডেভেলপার গারেনা ইন্টারন্যাশনাল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী এই জনপ্রিয় মোবাইল গেম ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ ভারতে ব্যান করা হয়েছে। কিন্তু ভারতে এখনও চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স গেম। এক নজরে দেখে নেওয়া যাক গারেনা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স গেমের পার্থক্য।
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের গ্রাফিক্সের পার্থক্য -
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের মধ্যে প্রধান পার্থক্য হল এর গ্রাফিক্স। এই দুটি গেমের মধ্যে আসল পার্থক্য রয়েছে গ্রাফিক্স কোয়ালিটিতে। ফ্রি ফায়ার ম্যাক্স গেমে রয়েছে উন্নত মানের ভিস্যুয়াল ফিডেলিটি, বেটার কালার, ফলিয়েজ, লাইটিং এবং শ্যাডো। অন্য দিকে ফ্রি ফায়ার লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এতে অনেক আধুনিক ফিচার থাকলেও এর গ্রাফিক্স কোয়ালিটি কম উন্নত। কিন্তু লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় এবং অনেকের ফোনেই রয়েছে এই গেম।
advertisement
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের স্টোরেজের পার্থক্য -
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের মধ্যে স্টোরেজের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। ফ্রি ফায়ার হল একটি লাইট ভার্সনের গেম। এটি ডিজাইন করা হয়েছে মোবাইল ডিভাইসের জন্য। এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য শুধু ৫০০ থেকে ৭০০এমবি প্রয়োজন। এর ফলে বেশিরভাগ ফোনেই রয়েছে এই লোয়ার স্পেসিফিকেশনের লাইট ভার্সনের গেম। অন্য দিকে ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। এটির জন্য প্রয়োজন প্রায় ১.৫জিবি স্টোরেজ এবং প্রায় ৪জিবি র‍্যাম।
advertisement
advertisement
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের র‍্যামের পার্থক্য -
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের র‍্যামের মধ্যেও পার্থক্য রয়েছে। ফ্রি ফায়ার ম্যাক্স গেমের বেটার গ্রাফিক্সের জন্য আধুনিক প্রসেসর এবং বেশি জিবির র‍্যাম প্রয়োজন। গারেনা ফ্রি ফায়ার গেমের জন্য ১জিবি র‍্যাম প্রয়োজন হলেও ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য প্রায় ৪জিবি র‍্যাম প্রয়োজন।
advertisement
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের ফিচারের পার্থক্য -
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স গেমের ফিচারের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। ফ্রি ফায়ার ম্যাক্স গেমের জন্য বেশি স্টোরেজের প্রয়োজন। এর ফলে এই গেমে রয়েছে বেশ কয়েকটি আধুনিক এবং উন্নত ফিচার। অন্য দিকে ফ্রি ফায়ার লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এতে কয়েকটি ফিচার কম রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Garena Free Fire vs Free Fire Max: বন্ধ গারেনা ফ্রি ফায়ার, তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স চলছে কেন? জেনে নিন কোথায় লুকিয়ে তফাত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement