দেশে এল Fire-Boltt Dagger স্মার্টওয়াচ! ৩,৪৯৯ টাকায় কী সুবিধা পাওয়া যাচ্ছে জানুন

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Fire-Boltt Dagger স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।

ভারতে ক্রমাগত হারে বেড়ে চলেছে স্মার্টওয়াচের জনপ্রিয়তা। এর জন্য বিভিন্ন কোম্পানি লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ। দাম অনুযায়ী এক একটি স্মার্টওয়াচে বিভিন্ন ধরনের ফিচার মজুত রয়েছে। সম্প্রতি ভারতে Fire-Boltt Dagger স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে। এটি একটি বাজেট স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। একই সঙ্গে এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে অলওয়েজ-অন ফিচারও দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Fire-Boltt Dagger স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।
Fire-Boltt Dagger স্মার্টওয়াচের দাম ভারতে ৩,৪৯৯ টাকা রাখা হয়েছে। ভারতে এই দামের বিভিন্ন স্মার্টওয়াচ থাকলেও, এতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার ব্যবহার করা হয়েছে। গ্রাহকরা এই Fire-Boltt Dagger স্মার্টওয়াচ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় অনলাইন ই-কমার্স কোম্পানি Amazon থেকে কিনতে পারবেন। ভারতে এই স্মার্টওয়াচ কালো, সবুজ এবং ধূসর রঙে লঞ্চ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
Fire-Boltt Dagger স্মার্টওয়াচের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, প্রথমেই বলতে হয় যে, এতে রয়েছে একটি ১.৪৩-ইঞ্চির (৩২৬x৩২৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে। Fire-Boltt Dagger স্মার্টওয়াচের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অলয়েজ-অন ফিচার, ৬০Hz রিফ্রেশ রেট এবং ৬০০ Nits পিক ব্রাইটনেস।
advertisement
advertisement
এই স্মার্টওয়াচ ব্লুটুথ কলিংয়ের সুবিধা দেয়। এই ক্ষেত্রে, গ্রাহকরা Fire-Boltt Dagger স্মার্টওয়াচের মাধ্যমেই কল রিসিভ করতে পারবেন। একই সঙ্গে গ্রাহকরা Fire-Boltt Dagger স্মার্টওয়াচে বিভিন্ন দরকারি ফাইল সেভ করতে পারবেন এবং সাম্প্রতিক লগগুলিও অ্যাক্সেস করতে পারবেন।
Fire-Boltt Dagger স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরির মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এর ফলে Fire-Boltt Dagger স্মার্টওয়াচের মাধ্যমে অ্যালার্ম বা রিমাইন্ডার সেট করার মতো বিষয়গুলো, একটি সাধারণ ভয়েস কমান্ড দিয়েই করা যেতে পারে।
advertisement
এছাড়াও এই Fire-Boltt Dagger স্মার্টওয়াচে ব্লাড অক্সিজেন মনিটর, হার্ট রেট ট্র্যাকিং, ফিমেল হেলথ ট্র্যাকার, হাইড্রেশন রিমাইন্ডার এবং স্লিপ ট্র্যাকারের মতো ফিচারও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, গ্রাহকরা এতে অনেক ধরনের স্পোর্টস মোডও পাবেন।
এই স্মার্টওয়াচটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটযুক্ত। ব্যাটারির কথা বলতে গেলে, এতে একটি ৪০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এটি নিয়মিত ব্যবহারে ১৫ দিন এবং স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন চালানো যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দেশে এল Fire-Boltt Dagger স্মার্টওয়াচ! ৩,৪৯৯ টাকায় কী সুবিধা পাওয়া যাচ্ছে জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement