Assembly Election Results 2022: কোথায়, কী ভাবে দেখবেন ৫ রাজ্যের নির্বাচনের ফলাফল ? জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Assembly Elections 2022 Results: How To Check: নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখবেন ভোটের ফলাফল...
#নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই ভাগ্য নির্ধারণ হতে চলেছে পাঁচ রাজ্যের ৷ দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের দিকে এখন গোটা দেশের নজর ৷ উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ উত্তরপ্রদেশে কী এবারও ক্ষমতায় ফিরবে বিজেপি ,পঞ্জাবে ফের কংগ্রেস সরকার নাকি ত্রিশঙ্কু? ? সব প্রশ্নের জবাব মিলবে ১০ মার্চ ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখন্ড, মণিপুর ও পঞ্জাবে বিধানসভার ভোটগণনা ৷
কোথায় দেখবেন পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল - নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://results.eci.gov.in/) এই ফলাফল দেখা যাবে। এছাড়াও প্রতিটি রাজ্যের জন্য নির্বাচন কমিশনের আলাদা আলাদা ট্যুইটার হ্যান্ডেলও রয়েছে। সেখানে থেকেও আপনি নির্বাচনের ফলাফল জানতে পারবেন।
নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখবেন ভোটের ফলাফল?
ওয়েবসাইটে ভোটের ফলাফল দেখবেন কী করে?
advertisement
advertisement
- প্রথমেই নির্বাচন কমিশনের (ECI) অফিসিয়াল ওয়েবসাইটে যান ।
- এরপর General Elections to Assembly Constituency March 2022-তে ক্লিক করুন।
আরও পড়ুন - ছিন্ন হয়েছে সম্পর্ক, তবুও উত্তরাখণ্ডে বসে ভাইয়ের জয়ের জন্য প্রার্থনায় মগ্ন যোগী আদিত্যনাথের দিদি
- তারপরেই ২০২২ সালে হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। আপনি নিজের ইচ্ছে মতো যে রাজ্যের রেজাল্ট দেখতে চান সেটাও বেছে নিতে পারবেন এখান থেকে।
advertisement
App-এ রেজাল্ট দেখতে কী করবেন?
- প্রথমে Google Play Store কিংবা Apple Play Store থেকে Voter Helpline App ডাউনলোড করতে হবে।
- এরপর সংশ্লিষ্ট অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য যা যা নথিভুক্ত করা প্রয়োজনীয় তা করতে হবে।
advertisement
- আপনি ইচ্ছে করলে চাইলে রেজিস্ট্রেশন নাও করতে পারেন। সেক্ষেত্রে স্কিপ অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে Results সেকশনে যেতে হবে। সেখান Assembly Elections 2022 দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
আর কোথায় দেখা যাবে ৫ রাজ্যের ফলাফল?
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (results.eci.gov.in) ছাড়াও প্রতিটি রাজ্যের জন্য নির্বাচন কমিশনের যে পৃথক ট্যুইটার হ্যান্ডেল রয়েছে, সেখানেও চোখ দেখা যাবে পাঁচ বিধানসভা ভোটের ফল।
advertisement
এছাড়াও পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট পাবেন News18 Bangla-এ।
Location :
First Published :
March 10, 2022 6:49 AM IST