#নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই ভাগ্য নির্ধারণ হতে চলেছে পাঁচ রাজ্যের ৷ দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের দিকে এখন গোটা দেশের নজর ৷ উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ উত্তরপ্রদেশে কী এবারও ক্ষমতায় ফিরবে বিজেপি ,পঞ্জাবে ফের কংগ্রেস সরকার নাকি ত্রিশঙ্কু? ? সব প্রশ্নের জবাব মিলবে ১০ মার্চ ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখন্ড, মণিপুর ও পঞ্জাবে বিধানসভার ভোটগণনা ৷
কোথায় দেখবেন পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল - নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://results.eci.gov.in/) এই ফলাফল দেখা যাবে। এছাড়াও প্রতিটি রাজ্যের জন্য নির্বাচন কমিশনের আলাদা আলাদা ট্যুইটার হ্যান্ডেলও রয়েছে। সেখানে থেকেও আপনি নির্বাচনের ফলাফল জানতে পারবেন।
নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখবেন ভোটের ফলাফল?
ওয়েবসাইটে ভোটের ফলাফল দেখবেন কী করে?
App-এ রেজাল্ট দেখতে কী করবেন?
আর কোথায় দেখা যাবে ৫ রাজ্যের ফলাফল?
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (results.eci.gov.in) ছাড়াও প্রতিটি রাজ্যের জন্য নির্বাচন কমিশনের যে পৃথক ট্যুইটার হ্যান্ডেল রয়েছে, সেখানেও চোখ দেখা যাবে পাঁচ বিধানসভা ভোটের ফল।
এছাড়াও পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট পাবেন News18 Bangla-এ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।