নয়াদিল্লি: ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। বছরের পর বছর ধরে এই উপর অনেক কাজ হয়েছে। তারই ফল মিলছে এখন। ওপেন এআই-এর চ্যাটজিপিটি-৩ তো সাড়া ফেলে দেয়। প্রচুর অনলাইন টেক্সট দিয়ে একে তৈরি করা হয়েছে। ওপেন এআই দুটো মডেল নিয়ে এসেছে, একটা পেইড অন্যটা নন-পেইড।
নন-পেইড হওয়ার কারণেই এই মডেলে বিশাল ট্রাফিক। অনেক মানুষ ভিড় করেন। ফলে কখনও কখনও ব্ল্যাকআউট হয়। অন্যদিকে পেইড মডেলের এক মাসের খরচ ৪২ ডলার। কাজ করে দ্রুত। পেইড হোক বা নন-পেইড, চ্যাট জিপিটির জনপ্রিয়তা নেই কোনও সন্দেহ নেই। তবে এর কিছু ত্রুটিও রয়েছে। যেমন এটা রিয়েল টাইম ডেটা তৈরি করতে পারে না। ভয়েস কম্যান্ডও গ্রহণ করে না। অর্থাৎ কিছু সীমাবদ্ধতা আছে। তাই অনেকেই চ্যাটজিপিটি ছেড়ে নতুন বিকল্প খুঁজছেন। তাঁদের জন্য রইল কিছু বিকল্প চ্যাটবট।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
চ্যাটসোনিক: চ্যাটসোনিক বাজারে নিয়ে এসেছে রাইটসোনিক। এটা কথোপকথনমূলক এআই চ্যাটবট। বহুমুখী সংলাপের জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে এটাই চ্যাটজিপিটি-র সেরা বিকল্প। আপ-টু-ডেট এবং প্রাসঙ্গিক তথ্য দেয়। এতে ডাল-এর মতো ছবিও তৈরি করা যায়।
ইউচ্যাট: ইউচ্যাট তৈরি করেছে ইউ ডট কম। এটাই চ্যাটজিপিটি-র মতোই কথোপকথনমূলক চ্যাটবট। মানুষের মতো কথা বলতে, যোগাযোগ করতে এআই এবং এনএলপি ব্যবহার করা হয়েছে। এতে কোড লেখা, ইমেইল পাঠানোর মতো কাজও করা যায়।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
ক্যারেক্টার এআই: ওয়েবসাইট অনুসারে এটা নিউরাল ভাষা মডেল ব্যবহার করে। এই মডেলটি মেশিন অনুবাদের মতো অ্যাপ্লিকেশনগুলোর জন্য উপযোগী।
জ্যাসপার: এটা জনপ্রিয় এআই ভিত্তিক লেখার টুল। উচ্চ মানের কনটেন্ট তৈরি করতে এর জুড়ি নেই। উন্নত প্রযুক্তির সাহায্যে বাক্য পুনর্গঠনও করতে পারেম যাতে আরও ভাল ফলাফল পাওয়া যায়।
রেপ্লিকা: রেপ্লিকা হতে পারে সেরা চ্যাটজিপিটি বিকল্প। এটাও এআই ভিত্তিক চ্যাটবট। রেপ্লিকা ব্যবহারকারীর সঙ্গে কথা বলে। তৈরি করে টেক্সট। শুধু তাই নয়, এতে ভিডিও কলের সুবিধাও আছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে রেপ্লিকা পাওয়া যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AI, Artificial intelligence, Chatgpt