ডিএসএলআর ক্যামেরা চাই ? খুব কম দামে পাওয়া যাচ্ছে নিকন, ক্যানন, সোনির ক্যামেরা !

Last Updated:

আসুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি ক্যামেরার বিষয়ে, যা দামেও অনেকটা কম, পাশাপাশি কাজ দেয় ভালো।

ছবি তুলতে কার না ভালো লাগে! তবে ভালো ছবি তোলার জন্য চাই ভালো ক্যামেরাও। ঠিকঠাক ভাবে ফটোগ্রাফি শিল্পর সঙ্গে পরিচিত হওয়ার জন্য একজন ফটোগ্রাফারের কাছে ডিএসএলআর ক্যামেরা থাকা ভীষণই জরুরি। কিন্তু এই গোত্রের ক্যামেরার দাম অনেক হওয়ায় ইচ্ছা থাকলেও সবাই কিনে উঠতে পারেন না। দামি লেন্স এবং অনেক ফিচার থাকার জন্য ডিএসএলআর ক্যামেরা কেনার খরচ বেশি তো হবেই! তবে মধ্যবিত্তর পকেটের রেস্ত অনুযায়ী ৫০,০০০ টাকার কমেও বেশ ভালো কিছু ডিএসএলআর বাজারে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি ক্যামেরার বিষয়ে, যা দামেও অনেকটা কম, পাশাপাশি কাজ দেয় ভালো।
নিকন ডি৫৬০০
২৩.৫x১৫.৬ মিমি, ২৪ এমপি, এপিএস-সিসিএমওএস সেন্সর লাগানো নিকন ডি৫৬০০ ক্যামেরাটি ৩৯ অটো ফোকাস পয়েন্ট সমৃদ্ধ। ক্যামেরাটিতে টাচস্ক্রিনের সুবিধা রয়েছে।  এর ব্যাটারি লাইফও বেশ ভালো। ওয়াই-ফাই, এনএফএস, মাইক্রোপোস্ট সুবিধাযুক্ত এই নিকন ডি৫৬০০ ক্যামেরার দাম ৪১,৯৯৯ টাকা।
ক্যানন ইওএস ২০০ডি
যাঁরা আরেকটু বাজেট বাড়াতে পারবেন, তাঁদের জন্য ক্যানন ইওএস ২০০ডি ক্যামেরাটি একদম ঠিক। এই ক্যামেরাটিতে সেলফিও খুব ভালো তোলা যায়। রিয়ার স্ক্রিন যে কোনও অ্যাঙ্গলে নিয়ে আসা যায়। ক্যামেরাটিতে ডিআইজিআইসি ৮ প্রসেসর রয়েছে।  ৪৯,৯৯৯ টাকায় ক্যানন ইওএস ২০০ডি ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
advertisement
advertisement
সোনি আলফা এ৬৮
সোনি আলফা এ৬৮ ক্যামেরাটিতে ২৪.২ মেগাপিক্সেল এক্সমোর সিএমওএস সেন্সর রয়েছে। বিআইওএনজেড এক্স প্রসেসর সম্বলিত এই ক্যামেরাটি ছবি তোলার ক্ষেত্রে বেশ ভালো। সোনি আলফা এ৬৮ ক্যামেরাটিতে ২ডি, ৩ডি এবং ৪ডি সুবিধাও সাপোর্ট করে। মাত্র ৪২,৫০০ টাকায় এই ক্যামেরাটি পাওয়া যায়।
নিকন ডি৩৫০০
নতুন যাঁরা ফটোগ্রাফি করতে আসছেন, তাঁদের জন্য এই ক্যামেরাটি সেরা। ডি৩৪০০-র আপগ্রেডেড ভার্সন হল এই ক্যামেরা। এই ক্যামেরায় টাচস্ক্রিনের সুবিধা নেই। কিন্তু ব্লুটুথের সুবিধা এতে রয়েছে। নিকন ডি৩৫০০ ক্যামেরাটি বাজারে ৩০,৯৯০ টাকায় পাওয়া যায়।
advertisement
ক্যানন ইওএস ১৫০০ডি
ক্যানন ইওএস ১৫০০ডি ক্যামেরাটিও নতুন যাঁরা ফটোগ্রাফি করতে আসছেন, তাঁদের পক্ষে বেশ ভালো। ১৮ এমপি থেকে ২৪.১ এমপি সেন্সরের সুবিধাযুক্ত ক্যানন ইওএস ১৫০০ডি ক্যামেরায় ৩ ইঞ্চি ভ্যারি অ্যাঙ্গল টাচস্ক্রিনের সুবিধাও আছে। এই ক্যামেরার ব্যাটারি লাইফও মন্দ নয়। ৩১,৪৯০ টাকায় ক্যানন ইওএস ১৫০০ডি ক্যামেরাটি বাজারে পাওয়া যাচ্ছে।
 
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ডিএসএলআর ক্যামেরা চাই ? খুব কম দামে পাওয়া যাচ্ছে নিকন, ক্যানন, সোনির ক্যামেরা !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement