ইনস্টাগ্রাম ব্যবহার করতে করতে বোর হয়ে গেছেন? পরিবর্তে ট্রাই করুন এই অ্যাপ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
BeReal: এবার ব্যবহার করুন এই সোশ্যাল মিডিয়া অ্যাপ
BeReal App: কয়েক বছর ধরেই নেটদুনিয়া কাঁপাচ্ছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ। মূলত পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগের জন্যই এগুলো তৈরি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে তা হয়ে উঠেছে পেশাদার নেট ওয়ার্কিংয়ের ক্ষেত্র। এমনকী পয়সা উপার্জনের জায়গাও। এই প্ল্যাটফর্মগুলোয় তাই নিখুঁত ছবি আপলোডের দিকে নজর দেওয়া হয়। ছবির গুণমান বাড়ানোর জন্য প্রচুর ফিল্টারও রয়েছে।
এই জায়গা থেকে আত্মপ্রকাশ করেছে বিরিয়েল। নেটওয়ার্কিং বা পয়সা কামানোর জায়গা হয়ে ওঠা নয়, বরং খাঁটি যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে ওঠাই এদের লক্ষ্য। ২০২০ সালে আত্মপ্রকাশ করা বিরিয়েল এখন গুগল প্লে-র সেরা বিনামূল্যের অ্যাপগুলোর একটি। ৫ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে অ্যাপটি গত কয়েক সপ্তাহে দুই মিলিয়নেরও বেশি ইনস্টল করা হয়েছে। বর্তমানে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয়।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
সোজা কথায়, বিরিয়েল একটি ফটো শেয়ারিং অ্যাপ। একে ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচাটের হাইব্রিড ভার্সান বলা যেতে পারে। গুগল প্লে এবং অ্যাপল স্টোরে এই অ্যাপ বিনামূল্যে ইনস্টল করা যাচ্ছে। লগ ইন করার জন্য ব্যবহারকারীর ফোন নম্বর প্রয়োজন।
advertisement
advertisement
বিরিয়েল কী? কীভাবে কাজ করে: বিরিয়েল মূলত ফটো শেয়ারিং অ্যাপ। কিন্তু এমনঅনেক বৈশিষ্ট আছে যা এটাকে ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের থেকে আলাদা করে তোলে। এখানে ব্যবহারকারীরা প্রতিদিন একটাই ছবি শেয়ার করতে পারেন। অ্যাপ-ক্যামেরা কোনও ফিল্টার অফার করে না। এর ক্যামেরা একইসঙ্গে সেলফি এবং সামনের ছবি তোলার জন্য ডিজাইন করা হয়েছে। যাতে দর্শক মূল বিষয় এবং আপলোডারের প্রতিক্রিয়া উভয়ই দেখতে পায়।
advertisement
ব্যবহারকারীদের কাছে দিনের যে কোনও সময় একটা বিজ্ঞপ্তি আসে। বলা হয় ২ মিনিটের মধ্যে ফটো আপলোড করতে হবে। অর্থাৎ সময় কম। এর ফলে ছবি হয় বাস্তব। বিরিয়েলে একটি ডিসকভারি ট্যাবও রয়েছে। ব্যবহারকারীদের সর্বজনীকভাবে পোস্ট করা ছবি দেখা যায়। তবে ভিডিও রেকর্ড করা যায় না।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
২ মিনিটে ছবি আপলোড না করলে কী হবে: ২ মিনিটের মধ্যে ছবি আপলোড না করলেই একটা ট্যাগ চলে আসবে, ‘দেরি’। যা বোঝায়, ছবিটা খাঁটি নয়। একইভাবে, ব্যবহারকারীরা প্রতিদিন পোস্ট না করলে বন্ধুদের পোস্টও দেখা যাবে না। ডিসকভার ট্যাবের ছবিগুলো ঝাপসা হয়ে যাবে।
advertisement
অন্যদের বিরিয়েল ছবিতে কীভাবে প্রতিক্রিয়া দেয়: একাধিক বিকল্প আছে. প্রথমত, ব্যবহারকারীরা পোস্টে মন্তব্য করতে পারেন। প্রতিক্রিয়া জানাতে নিজস্ব ইমোজি তৈরি করার বিকল্পও রয়েছে। একে কোম্পানি বলছে রিয়েলমোজিস। অ্যাপটি আইম্যাসেজ এবং ইনস্টাগ্রামের সঙ্গে ক্রস শেয়ারের অনুমতিও দেয়। ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামে তাদের দৈনিক বিরিয়েল ছবি পুনরায় শেয়ার করতে পারেন। প্রতিক্রিয়াও জানাতে পারেন।
Location :
First Published :
October 02, 2022 4:17 PM IST