ডেটিং অ্যাপে আছেন? দেশে এর ব্যবহার কতটা বৈধ, আইন-ই বা কী একবার জেনে রাখুন

Last Updated:

Gleeden দাবি করছে যে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই দেশে তাদের ইউজারের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ।

ইতিপূর্বে নানা সমীক্ষা এই কথা জানিয়েছে করোনাকালে দেশে এবং বিদেশে সর্বত্রই ডেটিং অ্যাপের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক ফরাসি সংস্থা Gleeden যে তথ্য পেশ করেছে, তাও প্রত্যাশামাফিক। Gleeden বলছে যে এই দেশে তাদের ২ মিলিয়ন ইউজার রয়েছেন।
চমকে ওঠার মতো তথ্য, তাই না? আসল চমক কিন্তু অন্যত্র- Gleeden বিবাহ বহির্ভূত সম্পর্কের পালে খোলা হাওয়া দেওয়ার জন্যই তৈরি! সমাজ এবং তার সম্পর্কের ধরন যুগে যুগে বদলাতেই থাকে, এই নিয়ে আর কী বা বলার থাকতে পারে! বিশেষ করে ইউজাররাও যখন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক।
তো, Gleeden দাবি করছে যে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই দেশে তাদের ইউজারের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। নতুন ইউজার এবং পুরনোদের অনুপাত এক্ষেত্রে দাঁড়াবে ৬৬:৪৪ অনুপাতে। এই ৬৬ শতাংশের মধ্যে Gleeden-এর তথ্য অনুযায়ী সব ইউজারই দেশের টায়ার ১ শহরগুলোতে থাকেন। পড়ে থাকা ৪৪ শতাংশ ইউজারের মধ্যে টায়ার ১ এবং টায়ার ২ শহরের বাসিন্দার উপস্থিতি রয়েছে মিলেমিশে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্ত্রেপ্রেরন, সরকারি কর্মী এবং অন্য পেশায় কর্মরতরা অনেকেই বেছে নিয়েছেন Gleeden।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
বাদ যাননি মহিলারাও। Gleeden-এর ভারতীয় পরিসরে ইউজারদের মধ্যে নারী-পুরুষের অনুপাত ৪০:৬০। নারীদের অধিকাংশই গৃহবধূ, পুরুষদের বয়স সাধারণত ৩০ বছরের উপরে হলেও নারীদের ক্ষেত্রে তা মেরেকেটে ২৬ বছর পার করেছে।
এত সব কিছুর পরেই এবার আসে এই মোক্ষম প্রশ্ন- দেশে কি ডেটিং অ্যাপের ব্যবহার আইনত বৈধ? বিপদে পড়লে কী হবে?
advertisement
এই প্রশ্ন ওঠার কারণ আছে বইকি! ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ এবং তার পর সম্মানহানি থেকে বাঁচতে আর্থিক জবরদস্তির শিকার হওয়া, নারীদের ক্ষেত্রে বিশেষ করে শ্লীলতাহানির মতো ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। অতএব, এর ব্যবহারের সঙ্গে দেশের আইন কী ভাবে জড়িয়ে রয়েছে, তা জেনে রাখা বাঞ্ছনীয়।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
সবার আগে এটা বলে রাখা ভাল যে ডেটিং অ্যাপে কোনও অপ্রীতিকর পরিস্থিতির শিকার হলে প্রশাসন যে সাহায্য করবে না, তা নয়। দেশের নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যা জানার, তা এই যে, ডেটিং অ্যাপগুলো ভারতে রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তা বিধির অধীনে নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি এটাও জেনে রাখা উচিত যে তথ্য প্রযুক্তি বিধিমালা, ২০১১ সালের গোপনীয়তা বিধি বিশেষ করে ডেবিট এবং ক্রেডিট কার্ড, বায়োমেট্রিক তথ্য, পাসওয়ার্ড, স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
advertisement
অতএব, অ্যাপভিত্তিক ডেটিংয়ে সতর্ক থাকা অতীব প্রয়োজন। ব্যক্তিগত স্বার্থেই অ্যাপে বয়স, লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ সংক্রান্ত বিষয় উল্লেখ না করাই ভাল।
শুধু Gleeden নয়, Tinder, Happn, Bumble এবং Truly Madly-র মতো দেশের ৪ জনপ্রিয় ডেটিং অ্যাপের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলা দরকার।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ডেটিং অ্যাপে আছেন? দেশে এর ব্যবহার কতটা বৈধ, আইন-ই বা কী একবার জেনে রাখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement