Amazon Great Indian Festival Sale 2022-এ বিভিন্ন ধরনের স্মার্টফোন এবং ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর পাওয়া যাচ্ছে ৫০% ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক সোগুলো কী কী এবং ছাড়ের পর দাম এসে দাঁড়াচ্ছে কত টাকায়।
Samsung Galaxy S20 FE 5G+Samsung Galaxy Buds Pro -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই দুটি প্রোডাক্টের ওপর পাওয়া যাচ্ছে ৫৫,০০৯ টাকার ছাড়। এর ফলে এই সেলে এই দুটি প্রোডাক্ট একসঙ্গে পাওয়া যাচ্ছে মাত্র ৩৭৯৮০ টাকায়।
Samsung Galaxy S20 FE 5G -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোনের ওপরে পাওয়া যাচ্ছে ৪৫০০৯ টাকার ছাড়। এর ফলে এই সেলে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯০ টাকায়।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Samsung Galaxy Watch4 -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১৮৩০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১১৮৪০ টাকায়।
Samsung T7 1TB External Portable SSD -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকার ছাড়। এর ফলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়।
Realme Pad Mini Wi-Fi -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১৪৭০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে ১৫৪০০ টাকায়।
Samsung Galaxy Buds -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১১৬০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৩৯০ টাকায়।
Realme Buds Wireless Pro -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ৩৫০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২৪৯৯ টাকায়।
Samsung EO-IC100BWEGUS Wired In Ear Earphone With Mic -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ৩৪৫০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৫৫৭ টাকায়।
Redmi Earbuds 3 Pro TWS -
অ্যামাজন গ্রিট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ৪২০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৭৯৯ টাকায়।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Realme Buds Air 3S-
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ৩০০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯৯ টাকায়।
Realme TechLife Buds T100-
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১৫০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়।
Redmi 10000mAh Lithium Polymer Power Bank-
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১০৫০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৯৪৯ টাকায়।
Mi 10000mAh 3i Lithium Polymer Power Bank -
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১১৫০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১০৪৯ টাকায়।
Xiaomi Mi 4A Dual_Band Ethernet-
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এর ওপরে পাওয়া যাচ্ছে ১৭০০ টাকার ছাড়। এর ফলে এই সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১২৯৯ টাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amazon, Great Indian Festival