Operation Sindoor: LMS টেকনোলজি - এটাই তুরুপের তাস, এর কারণেই পাকিস্তানে জঙ্গি ঠিকানার কোমর ভাঙল ভারত, অপারেশন সিঁদুরের নেপথ্যে কীভাবে কাজ করে কিস্তিমাত করল এই প্রযুক্তি

Last Updated:

Operation Sindoor: ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে নির্ভুল হামলার মাধ্যমে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এই সুনির্দিষ্ট আক্রমণের জন্য, ভারত 'লয়টারিং মিউনিশন সিস্টেম', সংক্ষেপে এলএমএস ব্যবহার করেছে।

ভারত 'লয়টারিং মিউনিশন সিস্টেম', সংক্ষেপে এলএমএস ব্যবহার করেছে
ভারত 'লয়টারিং মিউনিশন সিস্টেম', সংক্ষেপে এলএমএস ব্যবহার করেছে
What is LMS Technology: ২২ এপ্রিল, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছিল প্রায় দুই সপ্তাহ। সবাই ধরেই নিয়েছিল ভারত চুপ করে থাকতে বাধ্য হবে। সেই ধারণা যে কত বড় ভুল, তা প্রমাণ করে দিয়েছে অপারেশন সিঁদুর।
বস্তুত, পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রায় দুই সপ্তাহের মধ্যেই ভারত সন্ত্রাসবাদীদের পরাজিত করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে নির্ভুল হামলার মাধ্যমে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এই সুনির্দিষ্ট আক্রমণের জন্য, ভারত ‘লয়টারিং মিউনিশন সিস্টেম’, সংক্ষেপে এলএমএস ব্যবহার করেছে। শুধুমাত্র এই একটি প্রযুক্তির সাহায্যেই ভারতের অপারেশন সিঁদুর সফল হয়েছে।
advertisement
advertisement
পহেলগাঁও হামলার জন্য দায়ী জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতের রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছিল। পহেলগাঁওতে ২৬ জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। প্রত্যাঘাতে, ভারতও জঙ্গিদের আস্তানা ছিল এমন নির্দিষ্ট বাড়িগুলো আক্রমণ করেছিল। LMS প্রযুক্তির মাধ্যমে এটি কীভাবে সম্ভব হয়েছিল, তা জেনে নেওয়া যাক।
advertisement
LMS প্রযুক্তি কী?
পুরো নাম লয়টারিং মিউনিশন সিস্টেম, যাকে প্রায়শই ‘কামিকাজি ড্রোন’ বলা হয়। এগুলি এমন এক স্মার্ট অস্ত্র যা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর ঘোরাফেরা করে এবং লক্ষ্যবস্তুটি সনাক্ত হওয়ার জন্য অপেক্ষা করে। লক্ষ্যবস্তু সনাক্ত হয়ে গেলে, তারা তা ধ্বংস করে দেয়। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি অন্য কোনও বাড়ি বা এলাকার ক্ষতি না করে কেবল লক্ষ্যবস্তু ধ্বংস করে। এই প্রযুক্তি সৈন্যদের জীবনের ঝুঁকি না নিয়েই কাজ করে।
advertisement
এলএমএস প্রযুক্তি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নির্ভুলভাবে দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তির সাহায্যে ভারত কোনও সৈন্যকে বিপদে না ফেলে দেশের ভেতরে বসেই শত্রুর ঘাঁটি ধ্বংস করেছে। এলএমএস প্রযুক্তির সাহায্যে ভারত প্রমাণ করেছে যে তার নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী এবং উন্নত।
advertisement
আরও পড়ুন: LoC-তে হেভি মর্টার শেলিং পাক সেনাদের! নিহত ১০ ভারতীয়! আহত ২০, সতর্ক বিএসএফ
প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম বিবৃতি দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন যে সেনাবাহিনী চমৎকার কাজ করেছে। এটি সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। গত রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় বিপুল সংখ্যক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় ভয়ঙ্কর সন্ত্রাসবাদী মাসুদ আজহারের পুরো পরিবার নিহত হয়েছে। তার পরিবারের ১৪ জন সদস্যকে হত্যা করা হয়েছে।
advertisement
অপারেশন সিঁদুরের পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এই কথা বলেন। ভারতের তিন সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁরা চমৎকার কাজ করেছেন। গোটা দেশ তার জন্য গর্বিত। বলে রাখা উচিত হবে যে অপারেশন সিঁদুর নামটি অনুমোদনও করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Operation Sindoor: LMS টেকনোলজি - এটাই তুরুপের তাস, এর কারণেই পাকিস্তানে জঙ্গি ঠিকানার কোমর ভাঙল ভারত, অপারেশন সিঁদুরের নেপথ্যে কীভাবে কাজ করে কিস্তিমাত করল এই প্রযুক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement