ডেটিং অ্যাপে সময় কাটান? এই ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ

Last Updated:

Dating apps scam: ডেটিং অ্যাপ এখন প্রতারকদের ডেরা। জেনে-বুঝে তবেই পা ফেলুন।

বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে অনলাইন ডেটিং। প্রতিদিনই বাড়ছে ডেটিং অ্যাপের সংখ্যাও। যদিও এধরনের প্রবণতায় অনেক ঝুঁকি রয়েছে তবু, পছন্দের সঙ্গী বেছে নেওয়ার জন্য এদিকেই ঝুঁকছে বর্তমান প্রজন্ম। এমনকী পূর্ব প্রজন্মের অনেক মানুষও এতে আগ্রহী। শুধু ডেটিং অ্যাপ নয়, জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও রয়েছে এমন অনেক গ্রুপ যেখানে এধরনের কাজ করা যেতে পারে। যেমন ফেসবুক।
বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে অনলাইন ডেটিং। প্রতিদিনই বাড়ছে ডেটিং অ্যাপের সংখ্যাও। যদিও এধরনের প্রবণতায় অনেক ঝুঁকি রয়েছে তবু, পছন্দের সঙ্গী বেছে নেওয়ার জন্য এদিকেই ঝুঁকছে বর্তমান প্রজন্ম। এমনকী পূর্ব প্রজন্মের অনেক মানুষও এতে আগ্রহী। শুধু ডেটিং অ্যাপ নয়, জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও রয়েছে এমন অনেক গ্রুপ যেখানে এধরনের কাজ করা যেতে পারে। যেমন ফেসবুক।
কলকাতা: ডেটিং অ্যাপে একটি মেয়ের সঙ্গে আলাপ হল একটি ছেলের। কিছু দিন কথাবার্তা বলার আলাপ বেশ জমে উঠল। এর পর তৈরি হল দেখা করার পরিকল্পনাও। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু দেখা করার পর মেয়েটি ছেলেটিকে নিয়ে একটি ঘরে যায়।
বেশ খানিক ক্ষণ পর সেখানে আসে দু’জন পুলিশ। জানায় যে, কোনও সূত্র থেকে ফোন পেয়েই এসেছে তারা। ফোনে তাদের জানানো হয়েছে যে, ওই ঘরে একটি মেয়ের সঙ্গে বাজে কিছু ঘটছে। এর পর মামলা ধামাচাপা দেওয়ার জন্য ছেলেটির থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নেয় পুলিশ।
এমনকী হুমকি দেয় যে, কাউকে ঘটনার কথা জানালে ধর্ষণের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবে। এই ঘটনার পরে ছেলেটি দমে না গিয়ে থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানায়। অভিযুক্ত দুই পুলিশকর্মী ধরা পড়ে এবং তাদের সাসপেন্ড করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- AC ঠিক কত তাপমাত্রায় চালানো উচিত? জানলে সব সমস্যার সমাধান, না জানলে বিপদ
এটাই একমাত্র নয়। এমন ঘটনা কিন্তু আরও ঘটছে। সেক্সটরশনের ঘটনাও দিন দিন বাড়ছে। এমনকী প্রতারকরা ভুয়ো পুলিশকর্মী সেজেও প্রতারণার ছক কষছে। আসলে ডেটিং অ্যাপে রয়েছে নানা ফাঁদ। নিরাপত্তা খুবই কম। এমনকী গোপনীয়তাও প্রায় নেই বললেই চলে।
advertisement
অনেক সময়ই ছেলে-মেয়েদের আপত্তিকর ভিডিও বানানোর অভিযোগ আসে, এমনকী তা নিয়ে চলে ব্ল্যাকমেল। আসে ধর্ষণের হুমকিও। তাই ডেটিং অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক হওয়া উচিত।
সেক্সটরশন কী?
কারও নগ্ন ছবি অথবা ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা অথবা যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা, এমনকী ঘনিষ্ঠ মুহূর্তের কল রেকর্ডিংয়ের ভিত্তিতে অর্থের জন্য ব্ল্যাকমেল করাকে সেক্সটরশন বলা হয়।
advertisement
সেক্সটরশনের ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর উপায়:
যাঁদের প্রোফাইল ডেটিং অ্যাপ দ্বারা যাচাই করা, তাঁদের সঙ্গেই শুধুমাত্র কথা বলতে হবে।
টিন্ডার এবং বাম্বলের মতো অ্যাপগুলিতে প্রোফাইল যাচাই করার সুবিধা আছে। যদিও ভেরিফায়েড প্রোফাইল কিন্তু নিরাপত্তার গ্যারান্টি দেয় না, তবুও ভেরিফাইড প্রোফাইল থেকে জানা যায় যে, স্ক্রিনে ভেসে ওঠা ছবিটি স্ক্রিনের অন্য পাশে বসে থাকা ব্যক্তিটিরই।
advertisement
এমন কারওর সঙ্গে দেখা করা উচিত, যাঁকে অ্যাপ ব্যবহারকারী ব্যক্তিগত ভাবে চেনেন। কিংবা পরিচিত কারওর চেনা হলেও হবে। তাই আগে থেকেই সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভাল করে দেখে নেওয়া উচিত। এর থেকে ঠিক-ভুলের ধারণা অনেকটাই পাওয়া যায়।
আরও পড়ুন- বেশিরভাগ মোটরসাইকেলে এখন 'কিক স্টার্ট' থাকে না কেন? কারণটা জেনে নিন
আলাপ হওয়া মানুষটির সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর আদানপ্রদান হলে ডেটিং অ্যাপ থেকে চ্যাট মোছা উচিত নয়। সমস্ত রেকর্ড রাখতে হবে। তবে উল্টো দিকের মানুষটি যদি অ্যাপ ব্যবহারকারীকে ডেটিং অ্যাপ থেকে মুছে ফেলে তাহলে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে হবে।
advertisement
অচেনা কারওর সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা বলা চলবে না। নিজের নগ্ন বা আপত্তিকর ছবি কিংবা ভিডিও পাঠানো ঠিক নয়। এমনকী ভিডিও কলে কথা বললেও আপত্তিকর অবস্থায় থাকা উচিত হবে না।
ডেটিং অ্যাপে আলাপ হওয়ার ব্যক্তির সঙ্গে দেখা করার ক্ষেত্রে জনবহুল এলাকাই বাছতে হবে। তাদের ঠিক করা জায়গায়, তাদের বাড়িতে তো যাওয়া যাবেই না, সেই সঙ্গে নিজের বাড়িতেও ডাকা চলবে না।
advertisement
ডেটিং অ্যাপে আলাপ হওয়া মানুষটির কাছ থেকে তার কাজকর্ম, ব্যাকগ্রাউন্ড ও পরিবার প্রসঙ্গে জানতে চাইতে হবে। সেগুলি আবার ক্রস চেক করা উচিত। কোনও তথ্য ভুল মনে হলে ব্লক করে দিতে হবে।
ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল রিপোর্ট করার বিকল্পও থাকে। অন্য কেউ যাতে প্রতারণার শিকার না হন, তার জন্য রিপোর্ট করে ব্যবস্থা নিতে হবে।
আসলে আমরা তো আর দেখতে পাচ্ছি না যে, ডেটিং অ্যাপে স্ক্রিনের ও-পারে কে রয়েছেন! সেই কারণে সব সময় চোখ-কান খোলা রাখা জরুরি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ডেটিং অ্যাপে সময় কাটান? এই ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement