R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কী কী ফিচার রাখতে চলেছে Oneplus? দেখে নিন একনজরে!

Last Updated:

OnePlus-এর নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক চিপসেট।

#নয়াদিল্লি: ১৪ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হয়েছে মিডিয়াটেক ডেয়ারিজ ইভেন্ট ফর ইন্ডিয়া (MediaTek Dairies Event For India)। সেখানেই কোম্পানির তরফে নতুন ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করা হয়েছে। সেই অনুষ্ঠানে তাদের নতুন তিনটি নতুন মিডিয়াটেক চিপসেট (MediaTek Chipset) লঞ্চ করা হয়েছে। এগুলি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ (MediaTek Dimensity 9000), মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ (MediaTek Dimensity 8100) এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ (MediaTek Dimensity 8000)। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন OnePlus ইন্ডিয়ার সিইও নবনীত নাকরা (Navnit Nakra)। তিনি সেই অনুষ্ঠানে ঘোষণা করেন যেOnePlus-এর নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক চিপসেট।
১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হওয়া মিডিয়াটেক ডেয়ারিজ ইভেন্ট ফর ইন্ডিয়াতে OnePlus ইন্ডিয়ার সিইও নবনীত নাকরা জানিয়েছেন যে, OnePlus-এর নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হতে চলেছে মিডিয়াটেক চিপ। মিডিয়াটেক কোম্পানির সঙ্গে পার্টনারশিপে তৈরি করা হবে OnePlus Nord স্মার্টফোন এবং OnePlus স্মার্ট টিভি। সেই অনুষ্ঠানেই OnePlus ইন্ডিয়ার সিইও নবনীত নাকরা জানান তাঁদের নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10R 5G সম্পর্কে। OnePlus 10 সিরিজের নতুন ফোন হল OnePlus 10R 5G। এটি ভারতে তাঁদের পরবর্তী ফোন হতে চলেছে। যা খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে চলেছে। OnePlus ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে যে, সেই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৮ এপ্রিল। সেখানেই ঘোষণা করা হবে তাদের OnePlus 10 সিরিজের নতুন ফোন OnePlus 10R 5G সম্পর্কে।
advertisement
advertisement
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা OnePlus ইন্ডিয়ার ইভেন্টে তাদের দুটি স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করা হতে পারে। এর মধ্যে একটি হল OnePlus 10R 5G এবং আরেকটি হল OnePlus Nord CE 2 Lite। এছাড়াও তাদের ইভেন্টে লঞ্চ করা হতে পারে OnePlus Nord TWS Earbuds। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 10R 5G ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
advertisement
OnePlus 10R 5G ফোনের ফিচার -
OnePlus 10R 5G ফোনে রয়েছে মিডিয়াটেক চিপসেট। OnePlus 10R 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ (FHD+) অ্যামোলেড ডিসপ্লে। OnePlus 10R 5G ফোনে রয়েছে ১২০এইচজেড (120Hz) রিফ্রেশ রেট। এছাড়াও OnePlus 10R 5G ফোনে রয়েছে ১২জিবি(GB) র‍্যাম (RAM) এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কী কী ফিচার রাখতে চলেছে Oneplus? দেখে নিন একনজরে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement