অবশেষে দিনক্ষণ জানিয়ে দিল সংস্থা, পরের মাসেই বিশ্বজুড়ে লঞ্চ হবে OnePlus Pad 3 Tablet

Last Updated:

আগামী মাসেই সারা বিশ্ব জুড়ে লঞ্চ হতে চলেছে OnePlus Pad 3। এবার এর সমস্ত তথ্য এবং আত্মপ্রকাশের দিনক্ষণ আমাদের হাতে এসে গিয়েছে। আগামী ৫ জুন ২০২৫ তারিখে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হবে এই ডিভাইসকে।

News18
News18
কলকাতা: আগামী মাসেই সারা বিশ্ব জুড়ে লঞ্চ হতে চলেছে OnePlus Pad 3। এবার এর সমস্ত তথ্য এবং আত্মপ্রকাশের দিনক্ষণ আমাদের হাতে এসে গিয়েছে। আগামী ৫ জুন ২০২৫ তারিখে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হবে এই ডিভাইসকে। এর পাশাপাশি আত্মপ্রকাশ করবে সংশ্লিষ্ট সংস্থার আসন্ন স্মার্টফোন OnePlus 13s।
ব্র্যান্ডের তরফেই এক্স প্ল্যাটফর্মে লঞ্চের তারিখ নিশ্চিত ভাবে জানানো হয়েছে। আশা করা হচ্ছে যে, গ্রাহকদের একটি প্রিমিয়াম ট্যাবলেট অভিজ্ঞতা প্রদান করবে OnePlus Pad 3। এর প্রোডাক্টিভিটি এবং বিনোদন বাড়ানোর জন্য হাই-এন্ড ফিচার ব্যবহার করা হয়েছে।
OnePlus Pad 3-এর সম্ভাব্য ফিচার:
advertisement
একাধিক প্রতিবেদনে দাবি, এর আগে চিনে লঞ্চ হওয়া Pad 2 Pro ভার্সনের রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে OnePlus Pad 3। আর এই Pad 3 ট্যাবলেটে থাকতে চলেছে Snapdragon 8 Elite চিপসেট। ফলে এটাই হতে চলেছে প্রথম OnePlus Pad মডেল, যা ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার দ্বারা চালিত হবে।
advertisement
আরও পড়ুন- গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন! জানুন কারণ…
Pad 3-তে থাকতে পারে Dolby Vision সাপোর্ট-সহ ১৩.২ ইঞ্চির একটি 3.4K LCD ডিসপ্লে। সঙ্গে মিলতে পারে ৯০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট। ফলে প্রিমিয়াম ট্যাবলেট স্পেসে এটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবে। আশা করা হচ্ছে যে, OnePlus Pad 3-তে থাকতে পারে ৫১২ জিবির UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ এবং ১৬ জিবি পর্যন্ত RAM। গ্লোবাল মার্কেটের জন্য Android 15-ভিত্তিক ColorOS 15 ভার্সন আসতে পারে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য থাকতে পারে ৩৪৮৫৭ বর্গ মিমি কুলিং সিস্টেম।
advertisement
এই ট্যাবলেটের পিছন দিকে থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি আর ভিডিও কনফারেন্সিংয়ের জন্য থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সেই সঙ্গে এতে থাকতে পারে ১২১৪০ mAh ব্যাটারি। যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এর পাশাপাশি OnePlus নিশ্চিত করে জানিয়েছে যে, iOS সিঙ্কিং এনেবল করবে আসন্ন OnePlus Pad 3। এর ফলে Apple ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
আশা করা হচ্ছে, Pad 3-এর জন্য বিল্ট-ইন ট্র্যাকপ্যাড-সহ কি-বোর্ড এবং অ্যাকসেসরি হিসেবে একটি স্টাইলাস দিতে পারে। যদিও তা আলাদা ভাবে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের কিছু অংশ এবং উত্তর আমেরিকার মতো দেশগুলিতে মনোনিবেশ করেই মূলত হতে চলেছে OnePlus Pad 3-র গ্লোবাল লঞ্চ। যদিও ভারতে কবে তা লঞ্চ হবে, সেটা এখনও সংস্থার তরফে নিশ্চিত ভাবে জানানো হয়নি। এমনকী ভারতে কেমন দাম হয়নি, সেটাও প্রকাশ্যে আনা হয়নি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অবশেষে দিনক্ষণ জানিয়ে দিল সংস্থা, পরের মাসেই বিশ্বজুড়ে লঞ্চ হবে OnePlus Pad 3 Tablet
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement