OnePlus বাজারে কী আনছে জানেন? ৫ জুলাই আইফোনকেও কোণঠাসা করবে OnePlus!

Last Updated:

OnePlus : বিশেষজ্ঞরা বলছেন যে আসন্ন ৫ জুলাই, ২০২৩ তারিখে প্রতিযোগীদের মুখ যেমন এক দিকে ম্লান করে দেবে OnePlus, তেমনই বাজার ধরবে আগের চেয়েও বেশি।

OnePlus: বলাই হয়, এই সংস্থা না কি সরাসরি অ্যাপলকে চ্যালেঞ্জ ছোড়ে। অবশ্য কথাটা একেবারে মিথ্যেও নয়। OnePlus-এর জিনিস যাঁরাই একবার ব্যবহার করেছেন, জানেন অভিজ্ঞতা কতটা সুখকর, অন্য কোনও সংস্থার পণ্য ব্যবহার করতে তখন আর তাঁদের মন চায় না। তার ওপরে যে দিন থেকে ইলেকট্রনিক পণ্যের বাজেট সেগমেন্টে পা রেখেছে এই সংস্থা, OnePlus-এর জনপ্রিয়তা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। এবার সেই উত্তেজনা আরও বাড়ার পালা। বিশেষজ্ঞরা বলছেন যে আসন্ন ৫ জুলাই, ২০২৩ তারিখে প্রতিযোগীদের মুখ যেমন এক দিকে ম্লান করে দেবে OnePlus, তেমনই বাজার ধরবে আগের চেয়েও বেশি।
কেন? ঠিক কী হতে চলেছে এই ৫ জুলাই, ২০২৩ তারিখে?
সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ৫ জুলাই, ২০২৩ তারিখে OnePlus Nord Buds 2R, সঙ্গে OnePlus Nord 3 নিয়ে বাজার মাতাতে চলেছে সংস্থা। ইতিমধ্যেই ই-কমার্স সাইট অ্যামাজনে এই দুই পণ্যের জন্যই পৃথক মাইক্রো-সাইট লঞ্চ হয়ে গিয়েছে। ফলে, আশা করাই যায় যে এবার জিনিসগুলো হাতে আসতে বেশি সময় লাগবে না।
advertisement
advertisement
সঙ্গত কারণেই এই দুই পণ্যের ফিচার কী রকম হতে চলেছে, তা নিয়েও চলছে জল্পনার পালা। বিশেষ করে OnePlus Nord Buds 2R নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই, মাঝে মাঝেই গ্যাজেট দুনিয়ায় ফাঁস হচ্ছিল এর বিষয়ে নানা তথ্য। এখনও যে সব তথ্য পাওয়া গিয়েছে, তা নয়। তবে এটুকু জানা গিয়েছে যে নয়েজ ক্যানসেলেশন ফিচার সহ কালো আর নীল রঙে বাজারে আসছে OnePlus Nord Buds 2R, থাকবে সিলিকন ইয়ারপ্লাগ। দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
advertisement
আরও পড়ুন:
অন্য দিকে, OnePlus Nord 3-এর দাম দেশের বাজারে ৩০ হাজার টাকার মধ্যেই থাকবে বলে শোনা যাচ্ছে। Qualcomm Snapdragon 782G প্রসেসর, 5000mAh ব্যাটারি থাকতে পারে ফোনটিতে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে থাকার কথা ৫০ মেগাপিক্সেল Sony IMX890 সেনসর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গল লেন্স এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। 120Hz AMOLED ডিসপ্লে আর ফুল এইচডি প্লাস রেজোলিউশনে ক্রেতার চোখকেও আরাম দেবে OnePlus Nord 3।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus বাজারে কী আনছে জানেন? ৫ জুলাই আইফোনকেও কোণঠাসা করবে OnePlus!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement