Rath Yatra 2023: বাঁকুড়ার এই রথের গল্প অবাক করবে! ৫৬ পদে বিরাট রহস্য! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Rath Yatra 2023: জানুন বাঁকুড়ার এই উৎসবের কাহিনি! অবাক হবেন
বাঁকুড়া: জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ অর্থাৎ ছাপান্নটি ভোগ দিয়ে সেবা করা হয় জগন্নাথ দেবকে এবং এই উপলক্ষে হাজারেরো বেশি ভক্ত সমাগম হয় হাটআশুড়িয়ায়। প্রায় আট দিন ধরে প্রসাদ খাওয়ানো হয় এলাকার মানুষকে। তবে উল্লেখ্যযোগ্য যে প্রতিটি ভোগ রান্না করেন ভক্তেরা নিজেই। কী নেই রকমারি খাবারে পরিপূর্ণ থাকে উৎসব প্রাঙ্গণ। ঢল নামে প্রচুর মানুষের।
বিগত দশ বছর ধরে বড়জোড়া ব্লকের হাটআশুড়িয়ায় রথ যাত্রা মহোৎসবের আয়োজন করছে হাটআশুড়িয়ার ইসকন নামহট্ট। ধারাবাহিক এই ঐতিহ্যবাহী উৎসবে ছাপান্ন রকমের ভোগ দেন ভক্তরা।পোলাও, পায়েস, নানান তরিতরকারি সহ হরেক রকমের মিষ্টি বানান ভক্তরাই। আটদিন ধরেই প্রসাদ খাওয়ানো হয় এলাকার মানুষকে। তার সঙ্গে চলে প্রতিদিন সন্ধ্যায় ভক্তিমূলক গান, নাচ, নাটক ও ধর্মীয় আলোচনা।
advertisement
advertisement
বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ এই রথযাত্রা উৎসবে হাজির হন।সারাদিন ধরে চলে কীর্তন ও ধর্ম আলোচনা।ইসকন অনুমোদিত হাটআশুড়িয়া নামহট্টের পাবনী বিরোজা দেবীদাসী বলেন ছাপান্ন ভোগের দিন দেড় হাজার মানুষ অন্ন প্রসাদ গ্রহণ করেছেন। এখানে সব কিছু ভক্তরা নিজেরাই রান্না করেন।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 3:18 PM IST