শীঘ্রই লঞ্চ করতে চলেছে OnePlus Nord 2T 5G ফোন, এক নজরে দেখে নিন তার ফিচার

Last Updated:

OnePlus Nord 2T 5G ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হলেও মনে করা হচ্ছে, ভারতে এখনই এই ফোন হয়তো লঞ্চ করা হবে না।

#নয়াদিল্লি: আর কয়েক দিনের অপেক্ষা। খুব শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord 2T 5G ফোন। থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) ওয়েবসাইটে সম্প্রতি দেখা গিয়েছে OnePlus Nord 2T 5G ফোনের ছবি। তবে এখনও OnePlus Nord 2T 5G ফোনের ফিচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু এই ফোনের কয়েকটি ফিচার ফাঁস হয়েছে। একই সঙ্গে OnePlus Nord 2T 5G ফোনের লঞ্চের নির্দিষ্ট তারিখ সম্পর্কে কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে এই ফোন।
ভারতে কবে আসবে?
OnePlus Nord 2T 5G ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হলেও মনে করা হচ্ছে, ভারতে এখনই এই ফোন হয়তো লঞ্চ করা হবে না। কারণ ভারতে ইতিমধ্যেই OnePlus-এর তিনটি ফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে OnePlus Nord CE 2-এর দাম ধার্য করা হয়েছে ২৩,৯৯৯ টাকা, OnePlus 10R-এর দাম ৩৮,৯৯৯ টাকা এবং OnePlus Nord CE 2 Lite-এর দাম করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এ বার OnePlus কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus Nord 3 ফোন। ফলে OnePlus Nord 2T 5G ফোনটি এউই মুহূর্তে ভারতীয় বাজারের জন্য লঞ্চ নাও করতে পারে OnePlus। তবু এক নজরে দেখে নিন এই ফোনের ফিচার।
advertisement
OnePlus Nord 2T 5G ফোনের সম্ভাব্য ফিচার -
OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড (Fluid AMOLED) ডিসপ্লে। OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এ ছাড়াও OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে ৯০এইচজেড (90Hz) রিফ্রেশ রেট। OnePlus Nord 2T 5G ফোনে ব্যবহার করা হতে পারে পাঞ্চ হোল নচড্ ডিসপ্লে ডিজাইন। OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ (Octa-Core MediTek Dimensity 1300) প্রসেসর এবং মালি জি৭৭ (Mali G77) গ্রাফিক্স। এছাড়াও এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ (Android 12)।
advertisement
advertisement
OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে হয়তো থাকবে ৫০ মেগাপিক্সেলের সোনিআইএমএক্স৭৬৬ (Sony IMX766) ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। এ ছাড়াও OnePlus Nord 2T 5G ফোনে থাকতে পারে সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। থাকতে পারে ৪৫০০mAh ব্যাটারি যা ৮০W দ্রুত চার্জিংয়ে সক্ষম।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীঘ্রই লঞ্চ করতে চলেছে OnePlus Nord 2T 5G ফোন, এক নজরে দেখে নিন তার ফিচার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement