OnePlus Pad Go Tablet: OnePlus আনছে আরও একটি ট্যাবলেট! দাম সাধ্যের মধ্যে, কেনার আগে জেনে নিন বিশদে

Last Updated:

চলতি বছরই প্রথম OnePlus Pad লঞ্চ করেছিল সংস্থাটি। মনে করা হচ্ছে আরও একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে কাজ করছে তারা।

OnePlus আনছে আরও একটি ট্যাবলেট! দাম সাধ্যের মধ্যে, কেনার আগে জেনে নিন বিশদে
OnePlus আনছে আরও একটি ট্যাবলেট! দাম সাধ্যের মধ্যে, কেনার আগে জেনে নিন বিশদে
আরও একটি ট্যাবলেট লঞ্চ করতে চলেছে OnePlus। অন্তত তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, এই নতুন ট্যাবলেট যে ভারতের বাজারেও আসতে চলেছে, একপ্রকার তা নিশ্চিত। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
চলতি বছরই প্রথম OnePlus Pad লঞ্চ করেছিল সংস্থাটি। মনে করা হচ্ছে আরও একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে কাজ করছে তারা। এই নতুন ট্যাবলেটের নাম দেওয়া হতে পারে OnePlus Pad Go। প্রিমিয়াম OnePlus Pad-এর একটি টোন-ডাউন ভেরিয়েন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে Go। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের টোন-ডাউন ভার্সন হিসেবে কাজ করবে এটি। তবে সবই রয়েছে জল্পনা কল্পনা স্তরে, কারণ এখনও কিছু জানায়নি OnePlus।
advertisement
কিন্তু অন্য একটি বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে। যে টিপস্টার এই ট্যাবলেটের বিষয়টি ফাঁস করেছেন তাঁর দাবি, তিনি মডেল নম্বর ‘OPD2304’ দেখেছেন। এই একই মডেল নম্বর দেখা গিয়েছে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’-এও। এই সরকারি সংস্থা ভারতীয় বাজারে পণ্য ও পরিষেবার গুণমান এবং নিরাপত্তা নিশ্চিত করে। ফলে OnePlus Pad Go ভারতে লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
শুধু তাই নয়, BIS থেকে আরও দু’টি মডেলের কথা জানা যাচ্ছে, OPD2304 এবং OPD2305। মনে করা হচ্ছে, OnePlus Pad Go-এর দু’টি রূপ থাকতে পারে।
এই সব অনুমান ঠিক হলে, OnePlus Pad Go-এর দাম একটু কম হতে পারে। এর আগে ৩৭,৯৯৯ টাকার OnePlus Pad বাজারে এসেছিল। তবে GO নামটি শেষ পর্যন্ত ব্যবহার নাও করতে পারে সংস্থা।
advertisement
OnePlus Pad-এ ছিল ১৪৪Hz রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৫০০ নিট ব্রাইটনেস-সহ একটি ১১.৬-ইঞ্চি LCD ডিসপ্লে। MediaTek-এর ফ্ল্যাগশিপ Dimensity 9000 SoC-র দ্বারা চালিত। ৯৫১০ mAh ব্যাটারি যা ৬৫W সুপারভিওওসি চার্জিং সাপোর্ট-সহ পাওয়া যায় এই ট্যাব।
advertisement
বর্তমানে, OnePlus Pad শুধুমাত্র একটি Wi-Fi ভেরিয়েন্টেই পাওয়া যায়। আগামী দিনের মডেলগুলিতে LTE সংস্করণ আসবে বলে মনে করা হচ্ছে।
OnePlus Pad Go-তে প্রায় একই ফিচার থাকতে পারে। তবে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রসেসর থাকবে বলেই মনে হয়। ডিসপ্লে-র আকার আরও কমপ্যাক্ট হতে পারে। চার্জিং স্পিড ৬৭W বা ৮০W করা হতে পারে।
advertisement
OnePlus Pad বাজারে এলে Xiaomi এবং Samsung প্রতিযোগিতার মুখে পড়বে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus Pad Go Tablet: OnePlus আনছে আরও একটি ট্যাবলেট! দাম সাধ্যের মধ্যে, কেনার আগে জেনে নিন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement