Facebook Meta: ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না Meta! শুধু করতে হবে এই কাজ

Last Updated:
প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছে জেনরেটিভ এআই কীভাবে কাজ করে, কী করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তা নিয়ে।
1/7
চলতি বছরের শুরু থেকেই বিশ্বের যাবতীয় আলোচনার কেন্দ্রে রয়েছে AI বা কৃত্রিম মেধা। কিন্তু প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছে জেনরেটিভ এআই কীভাবে কাজ করে, কী করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তা নিয়ে। বেশির ভাগ ক্ষেত্রেই মনে করা হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীদের থেকে তথ্য নিয়ে AI মডেলকে প্রশিক্ষিত করার কাজ করছে সংস্থাগুলি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও তথ্য সংগ্রহের কাজ করা হয়ে থাকতে পারে বলে দাবি।
চলতি বছরের শুরু থেকেই বিশ্বের যাবতীয় আলোচনার কেন্দ্রে রয়েছে AI বা কৃত্রিম মেধা। কিন্তু প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছে জেনরেটিভ এআই কীভাবে কাজ করে, কী করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তা নিয়ে। বেশির ভাগ ক্ষেত্রেই মনে করা হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীদের থেকে তথ্য নিয়ে AI মডেলকে প্রশিক্ষিত করার কাজ করছে সংস্থাগুলি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও তথ্য সংগ্রহের কাজ করা হয়ে থাকতে পারে বলে দাবি।
advertisement
2/7
সেক্ষেত্রে বড় পদক্ষেপ করছে Meta। তারা দাবি করেছে, কোনও ব্যবহারকারী না চাইলে তারা কোনও ভাবেই তাদের তথ্য ব্যবহার করবে না। এজন্য তারা একটি ফর্ম-সহ ‘হেল্প রিসোর্স সেন্টার’ আপডেট করেছে। ওই ফর্মের মাধ্যমেই কোনও ব্যবহারকারী নিষেধাজ্ঞা তৈরি করতে পারেন, যাতে তাঁর তথ্য কোনও ক্ষেত্রে ব্যবহার না করা হয়।
সেক্ষেত্রে বড় পদক্ষেপ করছে Meta। তারা দাবি করেছে, কোনও ব্যবহারকারী না চাইলে তারা কোনও ভাবেই তাদের তথ্য ব্যবহার করবে না। এজন্য তারা একটি ফর্ম-সহ ‘হেল্প রিসোর্স সেন্টার’ আপডেট করেছে। ওই ফর্মের মাধ্যমেই কোনও ব্যবহারকারী নিষেধাজ্ঞা তৈরি করতে পারেন, যাতে তাঁর তথ্য কোনও ক্ষেত্রে ব্যবহার না করা হয়।
advertisement
3/7
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এমন কোনও তথ্য যা জেনরেটিভ AI মডেলকে প্রশিক্ষিত করার জন্য ব্যবহার করা হতে পারে বলে মনে করেন তা তিনি মুছে দিতে পারেন। Facebook-এর হেল্প সেন্টার রিসোর্স অংশে গিয়ে ‘Generative AI Data Subject Rights’ দেখতে পাওয়া যাবে। এখান থেকেই ব্যবহারকারীরা তা বন্ধ করতে পারেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এমন কোনও তথ্য যা জেনরেটিভ AI মডেলকে প্রশিক্ষিত করার জন্য ব্যবহার করা হতে পারে বলে মনে করেন তা তিনি মুছে দিতে পারেন। Facebook-এর হেল্প সেন্টার রিসোর্স অংশে গিয়ে ‘Generative AI Data Subject Rights’ দেখতে পাওয়া যাবে। এখান থেকেই ব্যবহারকারীরা তা বন্ধ করতে পারেন।
advertisement
4/7
Meta-র দাবি, তারা ডেটা হিসেবে তৃতীয় পক্ষের কাছে তথ্য তুলে দেয়। তবে শুধু সেই সব তথ্যই তুলে দেওয়া হয় যা, সর্বসাধারণের জন্য ইন্টারনেট বা লাইসেন্সড সোর্স-এ পাওয়া যায়। সংস্থার দাবি, AI প্রশিক্ষণে ব্যবহৃত কোটি কোটি তথ্যের মধ্যে এগুলিও থেকে থাকতে পারে। নতুন কোনও বিষয়বস্তু তৈরি করার জন্য এই তথ্য থেকে আভাস নেওয়া হয়ে থাকে।
Meta-র দাবি, তারা ডেটা হিসেবে তৃতীয় পক্ষের কাছে তথ্য তুলে দেয়। তবে শুধু সেই সব তথ্যই তুলে দেওয়া হয় যা, সর্বসাধারণের জন্য ইন্টারনেট বা লাইসেন্সড সোর্স-এ পাওয়া যায়। সংস্থার দাবি, AI প্রশিক্ষণে ব্যবহৃত কোটি কোটি তথ্যের মধ্যে এগুলিও থেকে থাকতে পারে। নতুন কোনও বিষয়বস্তু তৈরি করার জন্য এই তথ্য থেকে আভাস নেওয়া হয়ে থাকে।
advertisement
5/7
Meta জানিয়েছে, তারা ‘পাবলিক ইনফর্মেশন’ সংগ্রহ করে, সঙ্গে লাইসেন্সড ডেটাও সংগ্রহ করে অন্য জায়গা থেকে। যেমন ব্লগ পোস্ট থেকে সংগ্রহ করা হতে পারে কারও নাম, যোগাযোগ নম্বর ইত্যাদি।
Meta জানিয়েছে, তারা ‘পাবলিক ইনফর্মেশন’ সংগ্রহ করে, সঙ্গে লাইসেন্সড ডেটাও সংগ্রহ করে অন্য জায়গা থেকে। যেমন ব্লগ পোস্ট থেকে সংগ্রহ করা হতে পারে কারও নাম, যোগাযোগ নম্বর ইত্যাদি।
advertisement
6/7
তবে Facebook-এ কারও মন্তব্য বা Instagrame-এর ছবিও এভাবে ব্যবহার করা হতে পারে কিনা সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তবে Facebook-এ কারও মন্তব্য বা Instagrame-এর ছবিও এভাবে ব্যবহার করা হতে পারে কিনা সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
advertisement
7/7
তবে ব্যবহারকারীরা চাইলে এই ব্যবহার বন্ধ করতে পারেন। কীভাবে, দেখে নেওয়া যাক—  ১. প্রথমেই যেতে হবে Privacy Policy পেজ থেকে Generative AI Data Subject Rights অংশে যেতে হবে।  ২. তারপর ক্লিক করতে হবে Learn more and submit requests here-এ।  ৩. এরপর দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে। সেখানেই বলা রয়েছে, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তৃতীয় পক্ষের ডেটা উৎস থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার কথা।  এই প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যবহারকারীদের একটি ‘সিকিওরিটি চেক’-এর মধ্যে দিয়ে যেতে হবে।
তবে ব্যবহারকারীরা চাইলে এই ব্যবহার বন্ধ করতে পারেন। কীভাবে, দেখে নেওয়া যাক— ১. প্রথমেই যেতে হবে Privacy Policy পেজ থেকে Generative AI Data Subject Rights অংশে যেতে হবে। ২. তারপর ক্লিক করতে হবে Learn more and submit requests here-এ। ৩. এরপর দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে। সেখানেই বলা রয়েছে, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তৃতীয় পক্ষের ডেটা উৎস থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার কথা। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যবহারকারীদের একটি ‘সিকিওরিটি চেক’-এর মধ্যে দিয়ে যেতে হবে।
advertisement
advertisement
advertisement