শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে OnePlus 13! কোন কোন কালার এবং কনফিগারেশন অপশনে পাওয়া যাবে এই ফোন?
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
এদিকে অফিসিয়াল ভাবে বাজারে আসার আগে এই স্মার্টফোনের একাধিক ভ্যারিয়েন্ট এবং রঙের বিকল্প ছড়িয়ে পড়েছে অনলাইনে। জেনে নেওয়া যাক বিশদে।
চিনের বাইরে বিশ্বের সমস্ত দেশের বাজারে এবার শীঘ্রই নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 লঞ্চ করতে চলেছে OnePlus। ভারত-সহ অন্যান্য অঞ্চলেও লঞ্চ হতে পারে সাশ্রয়ী এই স্মার্টফোন। এদিকে ডিসেম্বর মাসে চিনে লঞ্চ করার কথা OnePlus Ace 5। এদিকে অফিসিয়াল ভাবে বাজারে আসার আগে এই স্মার্টফোনের একাধিক ভ্যারিয়েন্ট এবং রঙের বিকল্প ছড়িয়ে পড়েছে অনলাইনে। জেনে নেওয়া যাক বিশদে।
OnePlus 13 সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্ট: কী কী প্রত্যাশা করা যেতে পারে?
9To5Google-এর রিপোর্ট বলছে যে, বিশ্ববাজারে OnePlus 13 পাওয়া যেতে পারে ১৬ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর চিনা ভ্যারিয়েন্ট থাকবে ২৪ জিবি LPDDR5X RAM এবং ১ টিবি UFS 4.0 স্টোরেজ থাকবে। তবে ইতিমধ্যে OnePlus 13R পাওয়া যেতে পারে সিঙ্গেল কনফিগারেশনে। ফলে এতে মিলবে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।
advertisement
advertisement
কালার অপশন প্রসঙ্গে জানা গিয়েছে যে, এর তিনটি রঙ আপাতত লঞ্চ করা হয়েছে চিনে। যথা – Black Eclipse, Midnight Ocean এবং Arctic Dawn। মনে করা হচ্ছে, সারা বিশ্বেই পাওয়া যাবে এই তিনটি কালার অপশন। যদিও OnePlus 13-এর বেস ভ্যারিয়েন্ট শুধুমাত্র Black Eclipse রঙের বিকল্পেই পাওয়া যাবে। OnePlus 13R-এর ক্ষেত্রে পাওয়া যাবে ২টি কালার অপশন। যথা – Nebula Noir এবং Astral Trail।
advertisement
গ্লোবাল মডেলগুলির সম্ভাব্য কনফিগারেশন:
Black Eclipse কালার ভ্যারিয়েন্টের OnePlus 13 পাওয়া যাবে ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এরপর ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে মিলবে তিনটি কালার অপশন। এর মধ্যে Black Eclipse কালার অপশনও থাকবে। OnePlus 13R আসতে চলেছে Nebula Noir এবং Astral Trail কালার অপশনে। উভয় স্মার্টফোনেই ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন থাকবে।
advertisement
OnePlus 13: স্পেসিফিকেশন (চিনা মডেলl)
ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED, 3168×1440 রেজোলিউশন, ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস, Dolby Vision HDR।
advertisement
প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite
RAM: ২৪ GB পর্যন্ত LPDDR5X
স্টোরেজ: ১ টিবি পর্যন্ত UFS 4.0
রিয়ার ক্যামেরা: OIS + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ৫০ মেগাপিক্সেল টেলিফটো (3X জ্যুম, OIS)-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি (Sony LYT 808)
ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি: ৬০০০mAh
চার্জিং: ১০০ ওয়াট ওয়ায়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস
প্রোটেকশন: IP68, IP69
advertisement
থিকনেস: ৮.৫এমএম
ওজন: ২১০ গ্রাম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 7:38 AM IST