OnePlus 12R: লঞ্চের আগেই ফাঁস OnePlus 12R! কেমন হতে চলেছে নতুন ফোন, জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
OnePlus 12R: টিপস্টার ঈশান আগরওয়াল ডিভাইসটির একটি ছবি এবং একটি ভিডিও টিজার ফাঁস করেছেন। সেখানেই দেখা গিয়েছে, এটি দুটি রঙে পাওয়া যেতে পারে
OnePlus 12R: একের পর এক নতুন প্রজন্মের স্মার্টফোন লঞ্চ করছে ভারতীয় বাজারে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে প্রযুক্তি।নতুন বছরে একাধিক নতুন ফোন লঞ্চ করার কথা রয়েছে। তার মধ্যে ২৩ জানুয়ারিই লঞ্চ করতে চলেছে OnePlus-এর দু’টি ফোন। আগেই জানানো হয়েছিল OnePlus 12 এবং OnePlus 12R আগামী মাসে, ২৩ জানুয়ারি ২০২৪, ভারতে আসতে চলেছে। লঞ্চ হওয়া প্রায় মাস খানেক আগেই ফোন দু’টির কালার অপশন-সহ বহু বিবরণই ফাঁস হয়ে গিয়েছে।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, OnePlus 12R ফোনটি সম্ভবত OnePlus Ace 3-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে। টিপস্টার ঈশান আগরওয়াল ডিভাইসটির একটি ছবি এবং একটি ভিডিও টিজার ফাঁস করেছেন। সেখানেই দেখা গিয়েছে, এটি দুটি রঙে পাওয়া যেতে পারে, কালো এবং নীল। ঈশান দাবি করেছেন, শুধুমাত্র এই দু’টি রঙই ভারতে আনা হবে। এছাড়া আরও একটি রঙ ‘মিঙ্গিশা গোল্ড’-এ পাওয়া যাবে এই ফোন, তবে তা ভারতে মিলবে না।
advertisement
ডিজাইনের ক্ষেত্রে মনে করা হচ্ছে, OnePlus 11R-এর মতোই দেখতে হবে এই ফোনটি। তবে রিপোর্টগুলি থেকে জানা যায় যে ডিভাইসটি OnePlus 11R-এর মতো প্লাস্টিকের হবে না। বরং এতে থাকতে পারে একটি ধাতব ফ্রেম এবং পিছনে থাকবে কাচের মতো স্বচ্ছ প্যানেল।
advertisement
advertisement
স্পেসিফিকেশনের বিষয়ে যতটুকু জানা গিয়েছে, OnePlus 12R-এর রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। সঙ্গে থাকবে ৬.৭৮-ইঞ্চি OLED প্যানেল। এটি Qualcomm Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত হবে বলেই মনে করা হচ্ছে। OnePlus 11-ও এই প্রসেসরে চালিত। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ। একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও থাকতে পারে।আগামী ৪ জানুয়ারি ডিভাইসটি প্রথম লঞ্চ করবে চিনের বাজারে। তারপরে ২৩ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে ভারতেও লঞ্চ করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 3:05 PM IST