আরও শক্তিশালী প্রসেসর নিয়ে আসছে Nothing-এর দ্বিতীয় ফোন

Last Updated:

Nothing phone 2: Nothing Phone 2 আসতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজ প্রসেসরের সঙ্গে।

কলকাতা: কার্ল পেই-এর লাইফস্টাইল এবং প্রযুক্তি কোম্পানি Nothing-এ পর্যন্ত হাতে গোণা কয়েকটি পণ্য লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে রয়েছে Nothing-এর ইয়ার ১ টিডব্লিউএস ইয়ারবাড, Nothing ইয়ার স্টিক ইয়ারফোন এবং Nothing ফোন ১।
এর আগে এক সাক্ষাত্কারে, Nothing-এর সিইও জানিয়েছিলেন যে, ফোন ২ শীঘ্রই লঞ্চ করা হবে। কিন্তু মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC)-এর সময় এক সাংবাদিক সম্মেলনে আসন্ন এই ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া গিয়েছে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ চলাকালীন, কার্ল পেই নিজেই তাঁর আসন্ন স্মার্টফোনটির প্রধান ফিচারগুলি সম্পর্কে কিছু আভাস দিয়েছেন। কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমনের সঙ্গে যৌথ ভাবে পেই জানিয়েছে যে Nothing Phone 2 আসতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজ প্রসেসরের সঙ্গে।
advertisement
advertisement
Nothing-এর প্রথম স্মার্টফোনটি লঞ্চ করেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর-সহ। এই ধরনের প্রসেসর সাধারণত মিড রেঞ্জ ফোনে পাওয়া যায়। আগামী দিনে Nothing Phone 2 সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- এরকম বাইক বা স্কুটি দেখলেই কেস দিচ্ছে পুলিশ! চালানের টাকা না দিতে চাইলে দেখুন
Nothing Phone 2 সম্পর্কে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে, পুরনো সাক্ষাৎকারে, পেই দাবি করেছিলেন, এই ফোনটি লঞ্চ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া মার্কিন বাজারকে। কিছু সার্টিফিকেশন সমস্যার কারণে আমেরিকার বাজারে Nothing Phone 1 লঞ্চ করতে পারেনি।
advertisement
এরপর দ্বিতীয় ফোনটি নিয়ে পেই আশাবাদী। তিনি জানিয়েছেন, দ্বিতীয় ফোনটির সফটওয়্যারের ক্ষেত্রে তিনি প্রচুর বিনিয়োগ করতে চলেছেন। পুরনো একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Nothing Phone 2 এর মডেল নম্বর A065 হতে পারে। সেই সঙ্গে একথাও বলা হয়েছে যে নতুন ফোনটি ফ্ল্যাগশিপ-গ্রেড –এর মতো হতে পারে।
আরও পড়ুন- জলের দরে Mini Air Cooler! বাজারে এসেই সুপারহিট! আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুলার
এই ডিভাইসে ১২ জিবি RAM, ২৫৬ জিবি স্টোরেজ, ৫,০০ এমএএইচ ব্যাটারি, অ্যামোলেড প্যানেল এবং সর্বোচ্চ ১২০এইচজেড পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। গত বছর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল Nothing Phone 1, বর্তমানে এর দাম ২৯,৯৯৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আরও শক্তিশালী প্রসেসর নিয়ে আসছে Nothing-এর দ্বিতীয় ফোন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement