Nothing Phone 2: গ্যাজেট দুনিয়া সরগরম! এই গরমেই বাজারে আসছে Nothing Phone 2

Last Updated:

কোম্পানিটি এখনও পর্যন্ত তাদের ফোন এবং ইয়ারবাডগুলি একটি খুবই ইউনিক ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এখন দেখতে হবে কোন লুকে তাদের নতুন ফোন লঞ্চ করা হতে চলেছে।

Nothing Phone ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই ফোনটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এরই মধ্যে অনেকদিন ধরেই Nothing Phone 2 নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি কোম্পানি নিজেই এই ফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটি এখনও পর্যন্ত তাদের ফোন এবং ইয়ারবাডগুলি একটি খুবই ইউনিক ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এখন দেখতে হবে কোন লুকে তাদের নতুন ফোন লঞ্চ করা হতে চলেছে।
কোম্পানির প্রথম ফোন একটি স্বচ্ছ ব্যাক ডিজাইনের সঙ্গে আসে এবং এটি বিশ্বের প্রথম ফোন যাতে এমন ইউনিক ডিজাইন করা হয়েছে। এখন কোম্পানিটি তার উত্তরসূরি মডেল Nothing Phone 2 আনতে প্রস্তুত। বহুদিন ধরেই নতুন এই ফোন নিয়ে অনেক ধরনের গুজব কানে আসছে, কিন্তু এখন সংস্থা নিজেই তা নিশ্চিত করেছে।
advertisement
কোম্পানি Nothing Phone 2 লঞ্চের সঠিক তারিখ না জানালেও, ট্যুইট করে আসন্ন ফোনের লঞ্চের টাইমলাইন শেয়ার করেছে। সেই পোস্টে বলা হয়েছে, ‘সামার ২০২৩’-এ Nothing Phone 2 লঞ্চ করা হবে। আমরা সবাই জানি যে গ্রীষ্মের মরশুম চলে এসেছে, তাই খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হবে বললে ভুল হবে না।
advertisement
ট্যুইটে প্রকাশিত আরেকটি তথ্য হল ‘প্রিমিয়াম’ শব্দটি। এই প্রিমিয়াম শব্দের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যা দেখে মনে হচ্ছে এখন দ্বিতীয় স্মার্টফোনের সঙ্গে ফ্ল্যাগশিপ সেগমেন্টের ফোন লঞ্চ করা হবে না।
অর্থাৎ কোম্পানির সিইও কার্ল পেই বিশ্ব বাজারে তাঁর প্রিমিয়াম রেঞ্জ চালু করতে প্রস্তুত এবং আশা করা হচ্ছে যে এটি শীঘ্রই ভারতীয় বাজারে চালু করা হবে।
advertisement
আশা করা হচ্ছে, নতুন কিছু ঘটতে চলেছে –
বর্তমানে, ফোনটি সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি, তবে টিজার থেকে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, এবারও কোম্পানি কিছু ইউনিক ডিজাইন সহ একটি নতুন ফোন উপস্থাপন করবে।
advertisement
নাথিং সম্প্রতি নাথিং ইয়ার (২) লঞ্চ করেছে যা কোম্পানির প্রথম দ্বিতীয় প্রজন্মের পণ্য। যদি নাথিং তার স্মার্টফোনর লাইন-আপের জন্য একই পথ বেছে নেয়, তাহলে নাথিং ফোনের (১) এর তুলনায় নতুন ফোনের দাম বৃদ্ধি পেতে পারে।
এমন ডিজাইনের ফোন আগে ও এখনও পর্যন্ত বাজারে নেই। ৯,৯৯৯ টাকা দামে নাথিং ইয়ার (২) লঞ্চ করা হয়, যেখানে, ইয়ার (১) ৪,৯৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা পরে বাড়ানো হয়েছিল।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Phone 2: গ্যাজেট দুনিয়া সরগরম! এই গরমেই বাজারে আসছে Nothing Phone 2
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement