Motorola Edge+: সেলফি ক্যামেরাই ৬০ মেগাপিক্সেল! এক নজরে দেখে নিন Motorola Edge+ ২০২৩ স্মার্টফোনের সমস্ত খুঁটিনাটি

Last Updated:
Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে
1/6
জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola বাজারে এবার নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক স্মার্টফোন। Motorola Edge+ (২০২৩) মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নির্বাচিত কয়েকটি দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে ১৬৫Hz pOLED ডিসপ্লে এবং ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার।
জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola বাজারে এবার নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক স্মার্টফোন। Motorola Edge+ (২০২৩) মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নির্বাচিত কয়েকটি দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে ১৬৫Hz pOLED ডিসপ্লে এবং ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার।
advertisement
2/6
নির্বাচিত কয়েকটি দেশের বাজারে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Edge+ (২০২৩)-এর ৮ GB + ৫১২ GB ভ্যারিয়েন্ট মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,৫০০ টাকা। Motorola Edge+ (২০২৩) ব্ল্যাক শেড ভ্যারিয়েন্টে চালু করা হয়েছে। জানা গিয়েছে যে ২৫ মে থেকে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনের বিক্রি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ নির্বাচিত কয়েকটি দেশে Motorola Edge+ (২০২৩) ফোন লঞ্চ করা হলেও, ভারতের বাজারে এই ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
নির্বাচিত কয়েকটি দেশের বাজারে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Edge+ (২০২৩)-এর ৮ GB + ৫১২ GB ভ্যারিয়েন্ট মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,৫০০ টাকা। Motorola Edge+ (২০২৩) ব্ল্যাক শেড ভ্যারিয়েন্টে চালু করা হয়েছে। জানা গিয়েছে যে ২৫ মে থেকে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনের বিক্রি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ নির্বাচিত কয়েকটি দেশে Motorola Edge+ (২০২৩) ফোন লঞ্চ করা হলেও, ভারতের বাজারে এই ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
advertisement
3/6
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, Motorola Edge+ (২০২৩) ফোনে ব্যবহার করা হয়েছে Android 13 ভিত্তিক MyUX, ১,৩০০ nits পিক ব্রাইটনেস এবং ১৬৫ Hz রিফ্রেশ রেট। Motorola Edge+ (২০২৩) ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল HD+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) পোলেড ডিসপ্লে রয়েছে।
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, Motorola Edge+ (২০২৩) ফোনে ব্যবহার করা হয়েছে Android 13 ভিত্তিক MyUX, ১,৩০০ nits পিক ব্রাইটনেস এবং ১৬৫ Hz রিফ্রেশ রেট। Motorola Edge+ (২০২৩) ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল HD+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) পোলেড ডিসপ্লে রয়েছে।
advertisement
4/6
এই স্মার্টফোনটিতে ৮ GB LPDDR5X RAM সহ Snapdragon ৮ Gen ২ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে একটি ৫০ MP প্রাথমিক ক্যামেরা, ৫০ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি ৬০ MP ক্যামেরা রয়েছে।
এই স্মার্টফোনটিতে ৮ GB LPDDR5X RAM সহ Snapdragon ৮ Gen ২ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে একটি ৫০ MP প্রাথমিক ক্যামেরা, ৫০ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি ৬০ MP ক্যামেরা রয়েছে।
advertisement
5/6
 Motorola Edge+ (২০২৩) ফোনের মেমোরি ৫১২ GB। এই ফোনটি IP68 রেটেড। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে ৬৮ W টার্বো পাওয়ার চার্জিং সহ ৫১০০ mAh ব্যাটারি। এতে ১৫W ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে।
Motorola Edge+ (২০২৩) ফোনের মেমোরি ৫১২ GB। এই ফোনটি IP68 রেটেড। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে ৬৮ W টার্বো পাওয়ার চার্জিং সহ ৫১০০ mAh ব্যাটারি। এতে ১৫W ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে।
advertisement
6/6
 কানেকটিভিটির দিক থেকে এতে 5G, 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/k/v/r, Bluetooth 5.3, GPS/ A-GPS, LTEPP, SUPL, Glonass, Galileo অন্তর্ভুক্ত রয়েছে , এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে।
কানেকটিভিটির দিক থেকে এতে 5G, 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/k/v/r, Bluetooth 5.3, GPS/ A-GPS, LTEPP, SUPL, Glonass, Galileo অন্তর্ভুক্ত রয়েছে , এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে।
advertisement
advertisement
advertisement