জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola বাজারে এবার নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক স্মার্টফোন। Motorola Edge+ (২০২৩) মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নির্বাচিত কয়েকটি দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনটিতে ১৬৫Hz pOLED ডিসপ্লে এবং ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার।
নির্বাচিত কয়েকটি দেশের বাজারে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Edge+ (২০২৩)-এর ৮ GB + ৫১২ GB ভ্যারিয়েন্ট মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,৫০০ টাকা। Motorola Edge+ (২০২৩) ব্ল্যাক শেড ভ্যারিয়েন্টে চালু করা হয়েছে। জানা গিয়েছে যে ২৫ মে থেকে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনের বিক্রি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ নির্বাচিত কয়েকটি দেশে Motorola Edge+ (২০২৩) ফোন লঞ্চ করা হলেও, ভারতের বাজারে এই ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।