স্মার্টওয়াচ কেনার প্ল্যান? বাজেট দুই-আড়াই হাজার? দেখে নিন কোনটা ভাল হবে

Last Updated:

smartwatches: স্মার্টওয়াচ এখন বেশিরভাগ মানুষের হাতে। কোনটা ভাল হবে দেখে নিন।

কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে গ্যাজেটের সম্ভার। আর শুধু স্মার্টফোনে আবদ্ধ নেই উন্নতি। বরং ঘড়ির বাজারেও বিস্তর ছাপ ফেলেছে স্মার্টওয়াচ।
শুধু সময় দেখানোর পরিবর্তে এসব ঘড়ি আরও নানা রকম কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় পরিমাপ করা। যাতে আরও খানিকটা সুস্থ থাকা সম্ভব।
আরও পড়ুন- মেশিনে চুমু দিলেই পাবেন প্রিয়জনকে চুম্বনের অনুভূতি! চিনের আবিষ্কারে হইচই
আর এবার ভারতে আসছে Noise-এর নতুন পণ্য। আসলে ভারতে নিজের পোর্টফোলিও প্রসারিত করতে চাইছে এই সংস্থা। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে একটি নতুন স্মার্টওয়াচ Noise HRX Bounce লঞ্চ করেছে।
advertisement
advertisement
ফ্যাশন ব্র্যান্ড HRX-এর সঙ্গে অংশীদারিত্বে এই স্মার্টওয়াচটি লঞ্চ করছে Noise। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই স্মার্টঘড়িটি বিশেষ ভাবে ‘স্পোর্টস লাভার্স’দের জন্যই লঞ্চ করছে তারা।
এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচারগুলি
ভারতে Noise HRX Bounce-এর দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। মিডনাইট ব্লু, অ্যাক্টিভ গ্রিন, অ্যাক্টিভ ব্লু, অ্যাক্টিভ হোয়াইট এবং জেট ব্ল্যাক—এই পাঁচটি রঙে পাওয়া যাবে ঘড়িগুলি। গ্রাহকরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন ঘড়িগুলি। অথবা, তা পেতে পারেন Myntra বা Flipkart থেকে।
advertisement
Noise HRX Bounce-এর স্পেসিফিকেশনের দিকে তাকালে প্রথমেই নজর কাড়বে ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ১.৩৯-ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে।
আরও পড়ুন- ড্রাগনের নজর, ১১ চিনা ব্র্যান্ডের বিরুদ্ধে মিলিটারি, এখুনি ফোন বদলানোর নির্দেশ
সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিংও সাপোর্ট। এ জন্য ঘড়িতে একটি মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীরা ঘড়িতে ইনকামিং কল নিতে পারবেন।
advertisement
Noise HRX Bounce-এ একশোটিরও বেশি স্পোর্টস মোড থাকছে বলে জানা গিয়েছে। কাস্টমাইজেশন যোগ্য প্রায় ১৫০টি ফেস পাওয়া যাবে। এতে থাকছে হার্ট রেট সেন্সর এবং ব্লাড অক্সিজেন সেন্সরও। Noise HRX Bounce-এর আইপি রেট ৬৭। অর্থাৎ এই ডিভাইসটিতে জল প্রতিরোধক ব্যবস্থা রয়েছে। সংস্থার দাবি, ব্যবহারকারীরা একবার চার্জ করলে এটি টানা সাত দিন চলতে পারে।
advertisement
ফলে আগ্রহীরা শীঘ্রই সংগ্রহ করে ফেলতে পারেন এমন একটি ঝকঝকে স্মার্ট ঘড়ি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টওয়াচ কেনার প্ল্যান? বাজেট দুই-আড়াই হাজার? দেখে নিন কোনটা ভাল হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement