সেলফি তুলতে ভালবাসেন? ওপো আনছে রেনো ৯ সিরিজের নতুন মডেল

Last Updated:

Oppo Reno 9: ওপোর এই সিরিজের স্মার্টফোনগুলি আগামী ২৪ নভেম্বর লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।

#নয়াদিল্লি: প্রযুক্তি বদলে যাচ্ছে প্রতিদিন। আর সেই প্রযুক্তিতে ভর করে ক্রমাগত বদলাচ্ছে যন্ত্র। যার অন্যতম হল মোবাইল ফোন। হরেক রকম মোবাইলে ছেয়ে রয়েছে বিশ্ব বাজার। ভারতও তার ব্যতিক্রম নয়। অজস্র মোবাইল উৎপাদনকারী সংস্থা রয়েছে। আর প্রায় প্রতি মাসেই তারা লঞ্চ করে নতুন নতুন মোবাইল। একটি অন্যটির চেয়ে আলাদা। হয় ফিচারে, নয় মডেলে নতুনত্বের ছাপ আনতে মরিয়া মোবাইল উৎপাদক সংস্থাগুলি।
ওপো রেনো ৯ সিরিজের দুর্দান্ত সম্ভার এ বার লঞ্চ হতে চলেছে বাজারে। ওপো ব্যবহারকারীদের বহু দিনের প্রতীক্ষা এ বার শেষ হতে চলেছে। ওপোর এই সিরিজের স্মার্টফোনগুলি আগামী ২৪ নভেম্বর লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। অবশ্য প্রথমে একগুলি চিনের বাজারে লঞ্চ করা হবে। তবে কিছু দিনের মধ্যেই ভারতের বাজারেও তা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে টাকা পাঠাতে চাইছেন? রেজিস্ট্রেশনের প্রক্রিয়া জেনে নিন
ওপো রেনো ৯ সিরিজের পিজিএক্স১১০ মডেলে দারুণ কিছু ফিচার রয়েছে, যেগুলি নিয়ে ব্যবহারকারীরা ইতিমধ্যেই উত্তেজিত।
advertisement
এই মডেলে রয়েছে ১০৮০x২৪১২ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটি আপাতত দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ১৫৬ জিবি র‍্যাম। সঙ্গে থাকছে অফুরন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধে। ফাঁস হওয়া খবর অনুযায়ী, এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
অন্য ফিচারের মধ্যে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট। ফোনের পিছনে ফোটোগ্রাফির জন্য থাকছে দু’টি দুর্দান্ত ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল-সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে।
আরও পড়ুন- নতুন অ্যাকাউন্টের ব্লু টিক পেতে ৯০ দিন অপেক্ষা! টুইটারের নতুন নিয়ম
যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন তাঁদের জন্য এই ফোনটি দারুন সুযোগ এনে দিতে পারে। কারণ এতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
advertisement
তবে শুধু ক্যামেরা নয়, ওপো রেনো পিজিএক্স১১০-এ থাকছে ৪৫০০এমএএইচ ব্যাটারি এবং একটি ৬৭ডব্লিউ SuperVOOC চার্জিং সাপোর্ট পোর্ট। এ ছাড়াও সংস্থার তরফে জানা গিয়েছে, এই ফোনে আইআর ব্লাস্টার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। এই অ্যান্ড্রয়েড ভার্সনটি অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড জেন ১৩-এ কাজ করবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সেলফি তুলতে ভালবাসেন? ওপো আনছে রেনো ৯ সিরিজের নতুন মডেল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement