সর্বনাশ! আপনার কাছে ফেসবুক থেকে কি এমন মেল এসেছে ?

Last Updated:

সর্বনাশ! আপনার কাছে ফেসবুক থেকে কি এমন মেল এসেছে ?

#কলকাতা: নিয়মিত ফেসবুক থেকে আসা মেল চেক করেন? তাহলে মেল চেক করার সময় এবার বাড়তি সতর্ক হোন ৷ ইনবক্সে আসা একটা মেল আপনাকে সর্বসান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ৷
স্প্যাম মেলের মাধ্যমে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার ট্রিক হ্যাকারদের বহু পুরনো ৷ কিন্তু এবার ফেসবুকের নামকে কাজে লাগিয়ে প্রতারণার নয়া ছক ফেঁদেছে হ্যাকাররা ৷
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ফেসবুকের পাঠানো মেসেজ নকল করে স্প্যাম মেল তৈরি করেছে হ্যাকাররা ৷ ফেসবুকের পাঠানো নোটিফিকেশন মেল ভেবে ওই স্প্যাম মেলে ক্লিক করলেই সর্বনাশ ৷
advertisement
advertisement
হ্যাকাররা মেল পাঠানোর আগে সোশ্যাল নেটওয়ার্কে শিকার ধরার জন্য প্রোফাইলে নজর রাখে ও শিকারের গতিবিধি ভালো করে অনুসরণ করে তারপর ফেসবুক নোটিফিকেশন মেল-এর আদলে স্প্যাম মেল পাঠায় ৷
মেলে লেখা, ‘আপনি কিছুদিন ফেসবুকে আসেননি ৷ সে সময় অনেক কিছু ঘটেছে ৷ আপনার মেসেজগুলো শীঘ্রই মুছে যাবে ৷ ’ একইসঙ্গে দুটো অপশনও থাকবে ৷ ‘ভিউ মেসেজ’ এবং ‘গো টু ফেসবুক’ ৷ ফেসবুক থেকে পাঠানো মেল ভেবে ওই স্প্যাম মেলের লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যাঙ্কের তথ্য সহ যাবতীয় তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে ৷
advertisement
তাই পরবর্তীবার ফেসবুকের পাঠানো মেলগুলি খোলার আগে সতর্ক হয়ে দেখে নিন আদৌও তা ফেসবুক থেকে পাঠানো হয়েছে কিনা ৷ তবে এই ধরনের মেল না খোলারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সর্বনাশ! আপনার কাছে ফেসবুক থেকে কি এমন মেল এসেছে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement