6G Smartphones: 5G-এর পর এবার 6G-এর পালা! ২০২৮-এর মধ্যেই বাজারে আসছে 6G ডিভাইস, জানুন কবে হাতে পাবেন স্মার্টফোন?

Last Updated:

6G Smartphones: কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন আগামী কয়েক বছরের মধ্যে 6G ডিভাইসগুলি বাজারে আসার একটি সম্ভাব্য টাইমলাইন শেয়ার করে নিয়েছেন।

ডেটা স্পিড হবে ১০০ গুণ দ্রুত! কবে আসছে 6G, সময়সীমা জানালেন কোয়ালকমের সিইও
ডেটা স্পিড হবে ১০০ গুণ দ্রুত! কবে আসছে 6G, সময়সীমা জানালেন কোয়ালকমের সিইও
ভারতে 5G যুগের সূচনা বেশ দ্রুত হয়েছে, যার ফলে লাখ লাখ ডিভাইস নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম হয়েছে। ভারতের মতো দেশে এই প্রযুক্তি গ্রহণের হার কল্পনার চেয়েও দ্রুততর হয়েছে। এখন পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক প্রযুক্তির দিকে নজর দেওয়ার সময় এসেছে, যা আগামী কয়েক বছরের মধ্যে চালু হবে। এরই মধ্যে প্রথমবারের মতো বাজারে 6G নেটওয়ার্ক সাপোর্টেড ডিভাইসগুলি কখন আসবে তার জোরালো ইঙ্গিত মিলেছে।
কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন আগামী কয়েক বছরের মধ্যে 6G ডিভাইসগুলি বাজারে আসার একটি সম্ভাব্য টাইমলাইন শেয়ার করে নিয়েছেন।
6G যখন ফোন বাজারে আসবে
advertisement
আমন দাবি করেছেন যে, কোয়ালকম ২০২৮ সালের মধ্যে 6G ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে, যা প্রায় দুই বছরের মধ্যেই হবে। এগুলো মার্কেট রেডি স্মার্টফোন হয়তো হবে না, তবে টেলিকম সংস্থাগুলিকে তাদের 6G নেটওয়ার্ক পরীক্ষা করার সুযোগ দেবে।
advertisement
আরও পড়ুন: WhatsApp-কে জোর টেক্কা দেবে ভারতের নিজস্ব অ্যাপ Arattai! রাতারাতি কেন এত জনপ্রিয় এই অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন এখনই
4G চালু হওয়ার পর থেকে টেলিকম নেটওয়ার্কের অগ্রগতি ভালই দ্রুত হয়েছে এবং এমনকি ভারতের মতো দেশগুলিও বিভিন্ন ডিভাইসে 6G নেটওয়ার্ক চালানোর জন্য আপডেট শুরু করেছে। কেউ বলতেই পারেন যে ২০২৮ ঠিক ততটা কাছে নয়, কিন্তু, ২০২৫ ফুরিয়েই এল, কোম্পানিগুলিও এই সময়সীমা মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে।
advertisement
গ্রাহকরা কখন 6G স্মার্টফোন পাবেন
6G লঞ্চের টাইমলাইনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমন জানান যে, প্রকৃত 6G নেটওয়ার্ক লঞ্চ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। বেশিরভাগ দেশ ২০৩০ সালে সম্পূর্ণরূপে চালু করার পরিকল্পনা করেছে বলে মনে হচ্ছে এবং সেই সময় অ্যাপল, ওয়ানপ্লাস এবং স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের বাণিজ্যিক 6G স্মার্টফোন বাজারে এসে যেতে পারে।
advertisement
6G লঞ্চ: 5G থেকে আলাদা কী হবে
ভারত সরকার দাবি করেছে যে দেশে 5G নেটওয়ার্ক লঞ্চ সফল হয়েছে। এবার আগামী কয়েক বছরে 6G লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে দেশ। 5G-এর তুলনায় নতুন 6G নেটওয়ার্কে ডেটা স্পিড ১০০ গুণ দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ৩২ হাজার টাকার ট্রিপল ডোর ফ্রিজ এখন মাত্র ১০ হাজার টাকা, ফ্লিপকার্টের বিশেষ অফার, EMI-ও খুব কম
এর অর্থ সাফ- 6G ফোন ইন্টারনেটের ৩ডি গেমিং এবং অন্যান্য কাজগুলি লহমায় করতে পারবে। নেটওয়ার্কের উপর চাপ না ফেলেই বৃহৎ ডেটা প্যাকেজ পরিচালনা করার ক্ষমতা গ্রাহকদেরও প্রযুক্তির দুনিয়ায় এগিয়ে যাওয়ার পথ দেখাবে। আর কী, এবার শুধু দিন গোনার পালা!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
6G Smartphones: 5G-এর পর এবার 6G-এর পালা! ২০২৮-এর মধ্যেই বাজারে আসছে 6G ডিভাইস, জানুন কবে হাতে পাবেন স্মার্টফোন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement