WhatsApp-কে জোর টেক্কা দেবে ভারতের নিজস্ব অ্যাপ Arattai! রাতারাতি কেন এত জনপ্রিয় এই অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন এখনই
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২৯ সেপ্টেম্বর অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকেও পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে অ্যাপটি, Zoho-র অ্যাপ Arattai-এ সাইন-আপ 'বিস্ফোরণ' তিন দিনে ১০০ গুণ বৃদ্ধি!
Zoho কর্পোরেশন ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি বিনামূল্যের মেসেজিং এবং কলিং অ্যাপ Arattai চালু করেছে। ভারতে যেখানে WhatsApp বেশ জনপ্রিয়, এই নতুন অ্যাপটিকে WhatsApp-এর একটি ভারতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি ভয়েস এবং ভিডিও কল, মিডিয়া শেয়ারিং, গ্রুপ চ্যাট, চ্যানেল, আড্ডা এবং অনলাইন মিটিংয়ের মতো অনেক ফিচার অফার করে। Arattai-এর সবচেয়ে বড় শক্তি হল দুর্বল নেটওয়ার্ক এবং নিম্নমানের স্মার্টফোনেও মসৃণ অপারেশন, যে কারণে এটি সকল ধরনের ইউজারের উপযোগী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Arattai স্বয়ংক্রিয়ভাবে ফোনবুক কনট্যাক্টের সঙ্গে সিঙ্ক করে যায় এবং কে এটি ব্যবহার করছে তা দেখায়। যদি কোনও পরিচিত অ্যাপে না থাকে, তাহলে তাদের SMS-এর মাধ্যমে আমন্ত্রণ জানানো যেতে পারে। তারপর ওয়ান-অন-ওয়ান চ্যাট, গ্রুপ চ্যাট বা মিডিয়া শেয়ারিং ইত্যাদি চালানো যেতে পারে। অ্যাপটি চ্যাটের মধ্যে সরাসরি কলিং ফিচারও অফার করে।
advertisement
advertisement
advertisement
advertisement









