ডলবি সাউন্ড কোয়ালিটি, ট্রিপল ক্যামেরা! সস্তার Moto G52 একাই কাঁপাবে বাজার
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Mortorola: গত বছরই এই ফোন লঞ্চ হয়েছিল। বর্তমান বাজারে দু’টি ভার্সান পাওয়া যায় এই ফোনের।
কলকাতা: নিত্য নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে Motorola। তার মধ্যে যেমন রয়েছে বাজেট রেঞ্জের ফোন, তেমনই লঞ্চ করা হচ্ছে মিড রেঞ্জের ফোনও। আর তারপরেই তার পুরনো মডেলের দাম কমে যাচ্ছে।
যেমন Moto G52-এর দাম কমে গিয়েছে সম্প্রতি। গত বছরই এই ফোন লঞ্চ করা হয়েছিল। বর্তমান বাজারে দু’টি ভার্সান পাওয়া যায় এই ফোনটি। দু’টি ক্ষেত্রেই দাম কমিয়ে দিয়েছে সংস্থা।
২০২২ সালের এপ্রিল মাসে Moto G52 লঞ্চ করা হয়েছিল ভারতের বাজারে। ৪জিবি + ৬৪জিবি এবং ৬জিবি + ১২৮জিবি ভার্সনে পাওয়া যায় এই স্মার্টফোনটি। প্রথম ভার্সানটির দাম ১৪,৪৯৯ টাকা, দ্বিতীয়টির দাম ১৬,৪৯৯ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- মোবাইল কোন কানে ব্যবহার করছেন? বড় ভুল হয়ে যাচ্ছে না তো! কী বলছে বিজ্ঞান, জানুন
এর উপর আরও দাম কমানো হয়েছে। প্রথম ক্ষেত্রে দাম কমানো হয়েছে ৩,৫০০ টাকা, দ্বিতীয়টির ক্ষেত্রে আরও বেশি দাম কমিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কমানো হয়েছে ৫,৫০০ টাকা। ফলে দু’টি ফোনই এখন পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়।
advertisement
মেটালিক হোয়াইট এবং চারকোল গ্রে রঙের যে কোনও একটি মডেল বেছে নেওয়া যেতে পারে। Moto G52-এ রয়েছে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ৬.৬-ইঞ্চি FHD+ ডিসপ্লে, ৯০Hz রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস।
বাজেট স্মার্টফোনটিতে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৬জিবি পর্যন্ত RAM। ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
Moto G52 কাজ করে Android 12 অপারেটিং সিস্টেমে, সংস্থার নিজস্ব MyUX-এর স্তরের প্রযুক্তি। আইপি ৫২ রেটিং রয়েছে, ফলে এটি জল প্রতিরোধী।
এই ফোনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার-সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার-সহ একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে সামনে।
আরও পড়ুন- ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন?
৩০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। Moto G52-এ রয়েছে ডলবি অ্যাটমোস স্টেরিও স্পিকার রয়েছে, যা টেলিভিশনের থেকেও জোর শব্দ উপহার দিতে পারে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 7:56 PM IST