হোম » ছবি » প্রযুক্তি » ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন?

Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

  • 17

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    ভারত গ্রীষ্মপ্রধান দেশ। এই দেশে বেশিরভাগ রাজ্যেই বছরের বেশি সময় গরমকাল। যতই আজকাল এসি আর কুলার জীবনে আসুক গরমে নাজেহাল জীবনে একটি সিলিং ফ্যানের কী ভূমিকা তা জানতে বাকি নেই এই দেশের কারোরই।

    MORE
    GALLERIES

  • 27

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    গরমে ঘেমে, বিধ্বস্ত হয়ে, প্রায় সিদ্ধ হতে হতে আপনি কাহিল, তখন সিলিং থেকে ঝুলতে থাকা তিন ডানা ওয়ালা মেশিনটি ছাড়া আর কিছুই চোখে পরে না। কখনও কখনও অবশ্য সিলিং ফ্যানের সঙ্গে যোগ্য সঙ্গত করে টেবল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান।

    MORE
    GALLERIES

  • 37

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    এসি-র দাপট যতই বাড়ুক, গরমকাল মানে আজও ঘরে ঘরে সেই পরিচিত ছবিই ভেসে ওঠে। তবে ফ্যান যেমনই হোক না কেন, এ দেশে বেশির ভাগ ক্ষেত্রেই ফ্যানে থাকে তিনটি ব্লেড। অনেক সময় ছোট ফ্যানে চারটি ব্লেড দেখা গেলেও ভারতে তা বিরল।

    MORE
    GALLERIES

  • 47

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    তবে সব দেশের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তেমন নয়। ভারতে ফ্যানের ব্লেডের সংখ্যা তিন হলেও বিশ্বের বেশির ভাগ শীতপ্রধান দেশেই ফ্যানে থাকে চারটি ব্লেড। কখনও বা পাঁচটাও। আমেরিকা, কানাডায় সমস্ত ফ্যানেই চার বা চারের বেশি ব্লেড থাকে। এর কারণটা কী? কখনও ভেবে দেখেছেন?

    MORE
    GALLERIES

  • 57

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    বৈজ্ঞানিকদের মতে পাখায় যত কম ব্লেড থাকবে তত বেশি হাওয়া দেবে সেই ফ্যান। ভারতবর্ষ গরম প্রধান দেশ। বেশিরভাগ জায়গায় পাখা বেশি হাওয়া দেওয়ার প্রয়োজন এই দেশে। আর যেহেতু এই দেশে মূলত গরম থেকে বাঁচতে ফ্যান চালানো হয়। তাই পাখার ব্লেডের সংখ্যা কম থেকে।

    MORE
    GALLERIES

  • 67

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    অন্যদিকে, শীতপ্রধান দেশে সে প্রয়োজন নেই। সেখানে ফ্যান চালানো হয় মূলত হাওয়া চলাচলের জন্য। বেশি ব্লেড থাকলে সেই ফ্যানে বাতাস চলাচল ভাল হয়। কিন্তু অতিরিক্ত ব্লেড থাকলে তা ভারী হয়ে যাওয়ায় ঠান্ডা হাওয়া কম হয়।

    MORE
    GALLERIES

  • 77

    Knowledge Story || Why Three Blades In India Fan: ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪...! এর পিছনে আসল 'রহস্য' কি জানেন? শুনলে অবাক হবেন!

    ফলে গ্রীষ্মপ্রধান দেশে, তুলনায় হাল্কা কম ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়। যেমন আমাদের দেশে ফ্যানের ব্লেডের সংখ্যা সাধারণত তিনটি থাকে। যদিও বাজারে এখন চার ব্লেডের পাখাও দেখা যায়। তবে আদর্শ হাওয়া পেতে তিন ব্লেডের পাখা বেছে নেন ক্রেতারাও।

    MORE
    GALLERIES