Motorola Edge 60 Stylus: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা-সহ লঞ্চ হল Motorola Edge 60 Stylus, পুরো ওয়াটারপ্রুফ ফোনের দাম কত জানুন

Last Updated:

Motorola Edge 60 Stylus: বাজার কাঁপাতে এল Motorola-র মিড-রেঞ্জের নতুন ফোন! এই ফোনটিতে রয়েছে একটি স্টাইলাস টুল, যেটি স্কেচিং এবং লেখার জন্য ব্যবহার করা যেতে পারে।

ভারতের বাজারে এল Motorola Edge 60 Stylus; জেনে নিন এই স্মার্টফোন ও দাম
ভারতের বাজারে এল Motorola Edge 60 Stylus; জেনে নিন এই স্মার্টফোন ও দাম
Motorola Edge 60 Stylus: চলতি সপ্তাহেই ভারতের বাজারে এল Motorola Edge 60 Stylus। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, Samsung Galaxy S25 Ultra মডেলের মতো এই ডিভাইসটিতে রয়েছে একটি ইন-বিল্ট স্টাইলাস। চলতি মাসেই Motorola ব্র্যান্ডের লেটেস্ট নতুন মিড-রেঞ্জ এই স্মার্টফোন বাজারে এল। এর আগে অবশ্য লঞ্চ হয়েছিল Motorola 60 Fusion।
নতুন এই Motorola Edge ফোনটি Snapdragon Gen চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে একটি ড্যুয়াল ক্যামেরা সিস্টেম। সেই সঙ্গে এতে থাকে Android 15 ভার্সন। যা এআই ফিচার আউট অফ দ্য বক্সকে সাপোর্ট করে।
advertisement
advertisement
ভারতে Motorola Edge 60 Stylus-এর দাম:
ভারতে Motorola Edge 60 Stylus-এর দাম শুরু হচ্ছে ২২৯৯৯ টাকা থেকে। এতে মিলবে 8GB + 256GB ভ্যারিয়েন্ট। আগামী ২৩ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু করবে Motorola। এই ডিভাইসে আসবে তিনটি আলাদা কালার অপশন।
advertisement
ভারতে Motorola Edge 60 Stylus-এর স্পেসিফিকেশন:
ভারতে Motorola Edge 60 Stylus-এ রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬৭ ইঞ্চির pOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকবে ১৪০০ নিটস পিক ব্রাইটনেস। আর তা সাপোর্ট করবে অ্যাকোয়া টাচ পয়েন্ট। এই ফোনে রয়েছে আইপি৬৮ রেটিং এবং Edge 60 Fusion-এর মতো MIL-810-STD ডিউরেবিলিটি প্রোটেকশন। আর নতুন এই ফোনে থাকা স্টাইলাসের মাধ্যমে লিখতে কিংবা আঁকতে পারবেন ব্যবহারকারী। তবে আঁকার জন্য প্রি-লোডেড Moto অ্যাপ এবং স্কেচের মতো টুল ব্যবহার করা যাবে। এগুলি Moto AI দ্বারা চালিত।
advertisement
এই ডিভাইসটি Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত। এর পাশাপাশি এতে থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। যেটি অবশ্যই এক্সপ্যান্ডেবল। এই ফোনে Motorola দিচ্ছে Android 15 আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে সংস্থার প্রতিশ্রুতি, এই ডিভাইসের জন্য তিন বছরের সিকিউরিটি প্যাচ-সহ ২টি OS আপগ্রেড দিচ্ছে।
advertisement
আর ক্যামেরার কথা বলতে গেলে Motorola-র এই নতুন ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেই সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি তোলার জন্য এই ফোনের সামনের দিকে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের একটি শ্যুটার। Edge 60 Stylus-এ রয়েছে ৫০০০mAh একটি ব্যাটারি রয়েছে। যা ৬৮ ওয়াটের ফাস্ট ওয়্যায়ার্ড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola Edge 60 Stylus: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা-সহ লঞ্চ হল Motorola Edge 60 Stylus, পুরো ওয়াটারপ্রুফ ফোনের দাম কত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement