৩ স্টার নাকি ৫ স্টার...! কোন AC কিনবেন? কোন এসিতে Bill কম আসবে? কেনার আগে জানুন ছোট্ট এই জিনিস

Last Updated:
AC Star Ratings: তাই যাঁরা নতুন এসি কিনবেন, কিংবা পুরনো এসি বদলে নতুন কিনবেন, তাঁদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। এদিকে আজকাল এসি মেশিন থেকে আগুন ধরে যাওয়ার ঘটনাও বাড়ছে।
1/8
ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্বস্তি দিতে পারে একমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই। এই পরিস্থিতিতে অনেকেই এসি কিনবেন। ফলে এসি-র দোকানে লাইনও পড়বে বিশাল। তাই যাঁরা নতুন এসি কিনবেন, কিংবা পুরনো এসি বদলে নতুন কিনবেন, তাঁদের কিছু বিষয় মাথায় রাখতে হবে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্বস্তি দিতে পারে একমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই। এই পরিস্থিতিতে অনেকেই এসি কিনবেন। ফলে এসি-র দোকানে লাইনও পড়বে বিশাল। তাই যাঁরা নতুন এসি কিনবেন, কিংবা পুরনো এসি বদলে নতুন কিনবেন, তাঁদের কিছু বিষয় মাথায় রাখতে হবে।
advertisement
2/8
 এদিকে আজকাল এসি মেশিন থেকে আগুন ধরে যাওয়ার ঘটনাও বাড়ছে। তাই আমরা কথা বলেছি Wybor সংস্থার ডিরেক্টর গগন প্রীত সিং মালহোত্রার সঙ্গে। এসি কেনার বিষয়ে জরুরি কিছু তথ্য তিনি ভাগ করে নিলেন।
এদিকে আজকাল এসি মেশিন থেকে আগুন ধরে যাওয়ার ঘটনাও বাড়ছে। তাই আমরা কথা বলেছি Wybor সংস্থার ডিরেক্টর গগন প্রীত সিং মালহোত্রার সঙ্গে। এসি কেনার বিষয়ে জরুরি কিছু তথ্য তিনি ভাগ করে নিলেন।
advertisement
3/8
গগন প্রীত সিং মালহোত্রা বলেন যে, কেনার সময় গ্রাহকরা ৩-স্টার কিংবা ৫-স্টার দেখে এসি কেনেন। কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এর ঠান্ডা করার ক্ষমতা বা কুলিং ক্যাপাসিটি। তাই সেদিকেই নজর দেওয়া উচিত। আসলে প্রত্যেক এসি-তেই স্টার রেটিং লেবেল থাকে। তবে একটি দেড় টনের এসি-র কুলিং ক্যাপাসিটি হওয়া উচিত ৫০০০ থেকে ৫২০০ ওয়াটের মধ্যে। বেশিরভাগ সংস্থাই ১.৪ টন অথবা ১.৫ টনের এসি বলে কম কুলিং ক্যাপাসিটি বিশিষ্ট এসি বিক্রি করছে। এতে বিভ্রান্ত হচ্ছেন গ্রাহকরাও।
গগন প্রীত সিং মালহোত্রা বলেন যে, কেনার সময় গ্রাহকরা ৩-স্টার কিংবা ৫-স্টার দেখে এসি কেনেন। কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এর ঠান্ডা করার ক্ষমতা বা কুলিং ক্যাপাসিটি। তাই সেদিকেই নজর দেওয়া উচিত। আসলে প্রত্যেক এসি-তেই স্টার রেটিং লেবেল থাকে। তবে একটি দেড় টনের এসি-র কুলিং ক্যাপাসিটি হওয়া উচিত ৫০০০ থেকে ৫২০০ ওয়াটের মধ্যে। বেশিরভাগ সংস্থাই ১.৪ টন অথবা ১.৫ টনের এসি বলে কম কুলিং ক্যাপাসিটি বিশিষ্ট এসি বিক্রি করছে। এতে বিভ্রান্ত হচ্ছেন গ্রাহকরাও।
advertisement
4/8
এই পরিস্থিতি বলে রাখা ভাল যে, উত্তর ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সেখানে ৫০০০ থেকে ৫২০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি সম্পন্ন এসি কেনা উচিত। আবার গুজরাত, গোয়া, মুম্বই, কেরল অথবা গরম অঞ্চলে প্রায় ৪৫০০ থেকে ৪৮০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি সম্পন্ন এসি অনায়াসে কাজ করতে পারে।
এই পরিস্থিতি বলে রাখা ভাল যে, উত্তর ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সেখানে ৫০০০ থেকে ৫২০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি সম্পন্ন এসি কেনা উচিত। আবার গুজরাত, গোয়া, মুম্বই, কেরল অথবা গরম অঞ্চলে প্রায় ৪৫০০ থেকে ৪৮০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি সম্পন্ন এসি অনায়াসে কাজ করতে পারে।
advertisement
5/8
ঘরের মাপ দেখে এসি কেনা:গগন মালহোত্রা বলেন যে, এসি ইনস্টল করার ক্ষেত্রে ঘরের মাপ খুবই গুরুত্বপূর্ণ। ১৫০ বর্গফুট মাপের ঘরে একটা দেড় টন এসি অনায়াসে কাজ করতে পারে। এর কুলিং ক্যাপাসিটি হতে হবে ৫০০০ থেকে ৫২০০ ওয়াট। অন্যদিকে উত্তর ভারতে যদি ৪৮০০ অথবা ৪৭০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি বিশিষ্ট এসি ব্যবহার করতে হয়, তাহলে ঘরের মাপ হতে হবে ১২৫ বর্গফুট।
ঘরের মাপ দেখে এসি কেনা:গগন মালহোত্রা বলেন যে, এসি ইনস্টল করার ক্ষেত্রে ঘরের মাপ খুবই গুরুত্বপূর্ণ। ১৫০ বর্গফুট মাপের ঘরে একটা দেড় টন এসি অনায়াসে কাজ করতে পারে। এর কুলিং ক্যাপাসিটি হতে হবে ৫০০০ থেকে ৫২০০ ওয়াট। অন্যদিকে উত্তর ভারতে যদি ৪৮০০ অথবা ৪৭০০ ওয়াট কুলিং ক্যাপাসিটি বিশিষ্ট এসি ব্যবহার করতে হয়, তাহলে ঘরের মাপ হতে হবে ১২৫ বর্গফুট।
advertisement
6/8
Warranty দেখে এসি কেনা: তিনি বলেন যে, এসি কেনার সময় এর Warranty দেখে নিতে হবে। আজকাল বেশিরভাগ সংস্থাই কম্প্রেসরের উপর ১০ বছরের Warranty দিচ্ছে। ইনভার্টার এসি আবার পিসিবি ব্যবহার করে। আর পিসিবি-র দাম অনেকটাই বেশি। গ্রাহকরা ভাবেন, পিসিবি বিকল হলে প্রচুর খরচ হবে। তাই পিসিবি-র Warranty দেখে নিতে হবে।
Warranty দেখে এসি কেনা: তিনি বলেন যে, এসি কেনার সময় এর Warranty দেখে নিতে হবে। আজকাল বেশিরভাগ সংস্থাই কম্প্রেসরের উপর ১০ বছরের Warranty দিচ্ছে। ইনভার্টার এসি আবার পিসিবি ব্যবহার করে। আর পিসিবি-র দাম অনেকটাই বেশি। গ্রাহকরা ভাবেন, পিসিবি বিকল হলে প্রচুর খরচ হবে। তাই পিসিবি-র Warranty দেখে নিতে হবে।
advertisement
7/8
স্প্লিট না কি উইন্ডো এসি? গগন মালহোত্রার কথায়, সব সময় স্প্লিট এসি কেনা উচিত। উইন্ডো এসির চাহিদা আজকাল মাত্র ৫ শতাংশ। তাই এটি কেনা উচিত নয়। আসলে উইন্ডো এসি-তে আওয়াজ বেশি হয়। এমনকী এতে বিদ্যুৎ খরচও হয় বেশি।
স্প্লিট না কি উইন্ডো এসি? গগন মালহোত্রার কথায়, সব সময় স্প্লিট এসি কেনা উচিত। উইন্ডো এসির চাহিদা আজকাল মাত্র ৫ শতাংশ। তাই এটি কেনা উচিত নয়। আসলে উইন্ডো এসি-তে আওয়াজ বেশি হয়। এমনকী এতে বিদ্যুৎ খরচও হয় বেশি।
advertisement
8/8
এসি-তে আগুন লাগার কারণ: গগন মালহোত্রার বক্তব্য, আজকাল এসি-তে আগুন ধরছে, কারণ মানুষ সার্ভিসিং করাচ্ছে না। আর এমন কাউকে দিয়ে করাচ্ছে, যাঁরা ভাল সংস্থার নন। ফলে ডুপ্লিকেট যন্ত্রাংশ মেশিনে ইনস্টল করা হচ্ছে। এতেই অগ্নিকাণ্ড বাড়ছে। তাই বছরে অন্তত ২ বার সার্ভিসিং করানো উচিত।
এসি-তে আগুন লাগার কারণ: গগন মালহোত্রার বক্তব্য, আজকাল এসি-তে আগুন ধরছে, কারণ মানুষ সার্ভিসিং করাচ্ছে না। আর এমন কাউকে দিয়ে করাচ্ছে, যাঁরা ভাল সংস্থার নন। ফলে ডুপ্লিকেট যন্ত্রাংশ মেশিনে ইনস্টল করা হচ্ছে। এতেই অগ্নিকাণ্ড বাড়ছে। তাই বছরে অন্তত ২ বার সার্ভিসিং করানো উচিত।
advertisement
advertisement
advertisement