স্মার্টফোন ভালোবাসেন, তার খবরও রাখেন? বলুন তো, ২০২২-এর সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোনের তালিকায় কারা থাকতে পারে?
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
নতুন বছরের আগমনের মুখে পুরনো কিছু স্মৃতি মনে আনা যেতেই পারে। দেখে নেওয়া যাক এই বছর লঞ্চ হওয়া কিছু স্টাইলিশ স্মার্টফোন।
#কলকাতা: চলতি বছরের আর কয়েকটি দিন মাত্র বাকি, এরপরেই শুরু হচ্ছে নতুন বছর। এই বছরে ইলেকট্রনিক্স পণ্যসম্ভার থেকে শুরু করে স্মার্টফোন… সবেতেই আমরা দুর্দান্ত সব কালেকশন দেখেছি, বিশেষ করে একের পর এক অসাধারণ ফিচারযুক্ত স্মার্টফোনের লঞ্চ হয়েছে এই বছরে। এর আগে গত দু’বছরে করোনার কারণে যে সব স্মার্টফোনের লঞ্চ হওয়া বাকি ছিল, সেগুলো সবই এই ২০২২ সালে একে একে লঞ্চ হয়েছে। তাই আজ নতুন বছরের আগমনের মুখে পুরনো কিছু স্মৃতি মনে আনা যেতেই পারে। দেখে নেওয়া যাক এই বছর লঞ্চ হওয়া কিছু স্টাইলিশ স্মার্টফোন।
এবারে Asus ROG Phone 6 সিরিজের স্মার্টফোনগুলি ফোনের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ও জনপ্রিয় ফোনের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে। ডুয়াল ডিসপ্লে এর জনপ্রিয়তার অন্যতম কারণ। এই সিরিজের ফোনগুলিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে যেখানে একটি ২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেও রয়েছে। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফিচারও থাকছে ফোনে। মূলত এই ফোনটি ডুয়াল ডিসপ্লের ফিচারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে ১৮ জিবি র্যাম এবং পাওয়ারের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া রয়েছে।
advertisement
আরও পড়ুন - Google Search: গুগলে সার্চ হবে আরও দারুণ, সামনে বছরেই শুধু ভারতীয়দের জন্য এক গুচ্ছ নতুন অফার
advertisement
স্মার্টফোনের লুকের দিক থেকে দেখতে হলে OnePlus 10 Pro প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে মার্কেটে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটিতে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও এতে থাকছে 5000mAh পাওয়ার যুক্ত ব্যাটারি যা 80W ওয়্যারযুক্ত এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ উপলব্ধ।
advertisement
Nothing-এর অন্যতম সেরা কালেকশন এবারের Nothing Phone 1 স্মার্টফোন। এতে রয়েছে HD+ এবং ৬.৫৫ ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে, যার ব্রাইটনেসের পরিমাণ ১২০০ নিট। গ্রাহকরা ফোনটি কালো এবং সাদা দুটি রঙেই ক্রয় করতে পারেন। এছাড়াও এতে স্ন্যাপড্রাগন 778G+ SoC প্রসেসর দেওয়া রয়েছে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ট্রান্সপ্যারেন্ট ব্যাক।
advertisement
স্মার্টফোন নিয়ে কথা বলতে হলে Realme-র নাম উল্লেখ করতেই হয়। এই বছর লঞ্চ হওয়া Realme GT Neo 3-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার ছিল এর ক্যামেরা ডিজাইন, এটি স্মার্টফোনটিতে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। ক্যামেরা হিসেবে এতে ট্রিপল ক্যামেরা সেটআপের ফিচার ও পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ দেওয়া রয়েছে। এছাড়াও এতে 150W ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধেও রয়েছে। স্টাইলেও স্মার্ট ফোন চাইলে গ্রাহকরা এই তালিকা থেকে অনায়াসেই নিজেদের পছন্দ মতো স্মার্টফোন কিনতে পারেন।
Location :
First Published :
December 26, 2022 10:27 PM IST