Xiaomi ইউজারদের জন্য সুখবর! ৪৯৯ টাকায় বদলানো যাবে ফোনের ব্যাটারি

Last Updated:

Xiaomi-এর এই ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ইউজাররা নিজেদের স্মার্টফোনের ব্যাটারি ন্যূনতম ৪৯৯ টাকার মাধ্যমে বদলাতে পারবেন

Xiaomi Battery Replacement Program: ফোনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল তার ব্যাটারি। এমনকী নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগের থেকেও জরুরি একটি শক্তিশালী ব্যাটারি। কারণ এই ব্যাটারি ছাড়া ফোনটি অচল।
Xiaomi ফোনের গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। Xiaomi ভারতে লঞ্চ করতে চলেছে নতুন ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম (Battery Replacement Program)। এই পরিষেবার মাধ্যমে Xiaomi ফোনের গ্রাহকরা তাদের ফোনের ব্যাটারি Mi সার্ভিস সেন্টারে পরীক্ষা করাতে পারবেন এবং প্রয়োজন হলে কম টাকায় সেই ব্যাটারি বদল ফেলতেও পারবেন। এই পরিষেবা পাবেন Xiaomi এবং Redmi গ্রাহকরা।
advertisement
Xiaomi-এর এই ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ইউজাররা নিজেদের স্মার্টফোনের ব্যাটারি ন্যূনতম ৪৯৯ টাকার মাধ্যমে বদলাতে পারবেন। কোনও ফোনের ব্যাটারি তখনই বদলানোর প্রয়োজন হয় যখন সেই ব্যাটারি খারাপ হতে শুরু করে। এমন হলে গ্রাহকরা নিজেদের ফোনের ব্যাটারি দেখানোর জন্য Mi-এর সার্ভিস সেন্টার স্টোরে নিয়ে যেতে পারেন। সেখানে ব্যাটারি পরীক্ষা করার পরে জানিয়ে দেওয়া হবে সেই ব্যাটারি পরিবর্তন করার দরকার আদৌ আছে কিনা!
advertisement
advertisement
এরপরই সেই ব্যাটারি ন্যূনতম ৪৯৯ টাকার বিনিময়ে বদল করা যাবে। স্মার্টফোনে এখন ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। কারণ এই লিথিয়াম আয়ন ব্যাটারি ভাল পারফর্মেন্স দেয় এবং এটি ব্যবহার করার ক্ষেত্রেও সুরক্ষিত। কিন্তু ফোনে ব্যাটারি ড্রেন হয়ে যাওয়ার সমস্যা খুবই সাধারণ বিষয়। এই ধরনের সমস্যা হামেশাই দেখা যায়।
advertisement
কী করে বুঝবেন ব্যাটারি পরিবর্তন করতে হবে -
যদি একটি ফোনের ব্যাটারি পুরো চার্জ দেওয়ার পরেও কিছু মিনিটেই সেই ব্যাটারি ৮০ থেকে ৯০ শতাংশ শেষ হয়ে যায়, তা হলে বুঝতে হবে সেই ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে। এই ধরনের ব্যাটারি যত তাড়াতাড়ি সম্ভব বদল করা প্রয়োজন। কোম্পানির তরফে জানানো হয়েছে বিভিন্ন ধরনের ডিভাইসে এই ব্যাটারি রিপ্লেস করার খরচ আলাদা আলাদা হতে পারে। এর ফলে আলাদা আলাদা মডেলের ক্ষেত্রে এই খরচ আলাদা হবে। এর দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Xiaomi ইউজারদের জন্য সুখবর! ৪৯৯ টাকায় বদলানো যাবে ফোনের ব্যাটারি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement