অসাধারণ ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং-সহ লঞ্চ হল Vivo X80 ও Vivo X80 Pro
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Vivo X80 Pro দুটি প্রসেসর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর
Vivo X80 সিরিজ লঞ্চ করেছে চিনে। Vivo এই সিরিজের দু’টি ফোন বাজারে এনেছে। চিনে লঞ্চ করলেও আগামী ৪ মে-র মধ্যেই ফোন দু’টি সারা বিশ্বের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। তবে Vivo X80 ভারতে কবে লঞ্চ করবে সে বিষয়ে কোনও তথ্য এখনও নেই। কিন্তু, এর আগে Vivo X70 লঞ্চ করেছিল ভারতে ফলে তার উত্তরসূরী X80-ও যে আসবে তা মনে করাই যায়। Vivo X80 Pro ফোনে রয়েছে Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 SoC। অন্য দিকে Vivo X80-তে রয়েছে Mediatek চিপ সেট।
Vivo X80 Pro স্পেসিফিকেশন
সদ্য লঞ্চ করা Vivo X80 Pro-তে রয়েছে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন। বিশাল ৬.৭৮ ইঞ্চি AMOLED E5 ডিসপ্লেতে রয়েছে LTPO প্রযুক্তি। এর মানে হল যে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে 1Hz থেকে 120Hz এর মধ্যে রিফ্রেশ রেটের সামঞ্জস্য তৈরি করে নিতে পারে। এটি Quad HD+ রেজোলিউশনে চলে। এতে রয়েছে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
advertisement
advertisement
Android 12 OS দ্বারা চালিত Vivo X80 Pro ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট। Vivo একই ফোনের MediaTek Dimensity 9000 ভেরিয়েন্টও অফার করছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5 RAM এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকছে। X80 Pro-তে রয়েছে ৪,৭০০mAh ব্যাটারি, যা ৯৮০ চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং-এ সক্ষম।
advertisement
এতে রয়েছে ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অন্য দিকে রয়েছে, একটি ৫০ মেগাপিক্সেল Samsung GNV প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2x অপটিক্যাল জুম-সহ একটি ১২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 5x অপটিক্যাল জুম-সহ একটি ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। Vivo X80 সিরিজে ডুয়াল সিম, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়াল স্টেরিও স্পিকারের সমর্থন রয়েছে।
advertisement
Vivo X80: স্পেসিফিকেশন
এই ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি AMOLED E5 ডিসপ্লে, যা ফুল HD+ রেজোলিউশনে কাজ করে, ১২০Hz রিফ্রেশ রেট–সহ। Vivo X80-এ একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি চলে MediaTek Dimensity 9000 চিপসেটে। ৪,৫০০mAh ব্যাটারি এবং ৮০W দ্রুত চার্জিং-এ সক্ষম চার্জার রয়েছে। রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX886 প্রাইমারি ক্যামেরা-সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। সামনে রয়েছে একটি ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
advertisement
দু’টি ফোনের দাম
Vivo X80-এর দাম শুরু হচ্ছে CNY ৩,৬৯৯ থেকে যা ভারতে প্রায় ৪৩,২৫০ টাকা। এই দামে পাওয়া যাবে ৮জিবি RAM + ১২৮জিবি স্টোরেজ। অন্য দিকে ১২জিবি RAM + ৫১২জিবি স্টোরেজ-সহ মডেলের দাম CNY ৪,৮৯৯ বা প্রায় ৫৭,৩০০ টাকা)। কালো, নীল এবং কমলা রঙে পাওযা যাচ্ছে ফোনটি।
advertisement
Vivo X80 Pro-এর Snapdragon 8 Gen 1 ভেরিয়েন্টের দাম CNY ৫,৪৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪,৩০০ টাকা)। এতে পাওয়া যাবে ৮জিবি RAM + ২৫৬GB স্টোরেজ। যাঁরা MediaTek Dimensity 9000 ভেরিয়েন্টে আগ্রহী তাঁরা ১২জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন CNY ৫,৯৯৯ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০,১৫০ টাকা।
Location :
First Published :
April 27, 2022 10:41 AM IST