Unlock iPhone Without Opening Your Face Mask: করোনা মহামারী জন্ম দিয়েছে ফেস মাস্কের। এখন সব জায়গাতেই ফেস্ক মাস্ক পরে যাওয়া বাধ্যতামুলক। এর ফলে সমস্যার সৃষ্টি হয়েছে ফোনের ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করার ক্ষেত্রে। আইফোনের (iPhone) ইউজারদের ক্ষেত্রেও তৈরি হয়েছে এই সমস্যা। ফেস মাস্ক পরে থাকার ফলে ইউজারদের মুখ চিনতে পারছে না ফোন। এর ফলে ফোনের ফেস আইডি ফিচার ব্যবহার করে ফোন আনলক করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু আইফোনে ফেস মাস্ক ব্যবহার করেও সেই ফেস আইডি ফিচার ব্যবহার করা যায়। মাস্ক পরা অবস্থাতেও আইফোনের ক্ষেত্রে ফেস আইডি ফিচার ব্যবহার করা যায় অ্যাপল ওয়াচ (Apple Watch) পরা থাকলে। অ্যাপল ওয়াচের মাধ্যমে আইফোনের ক্ষেত্রে মাস্ক পরা অবস্থাতেও ব্যবহার করা যায় ফেস আইডি ফিচার (Unlock iPhone Without Opening Your Face Mask)।
আইফোনের সব মডেলেই এই ফেস আইডি ফিচার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। বর্তমানে iPhone 12 এবং iPhone 13-এ এই ফেস আনলক ফিচার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফেস আনলক ফিচার কাজ করবে না ফেস মাস্কের সঙ্গে সঙ্গে চশমা পরা থাকলে।
আরও পড়ুন - Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!
কিন্তু ফেস মাস্ক না পরে শুধু চশমা পরা থাকলে এই ফেস আনলক ফিচার কাজ করবে। এখন পরীক্ষামূলক ভাবে এই সার্ভিস চালু করা হলেও ধীরে ধীরে সকল আইফোন ইউজারদের জন্যই চালু করা দেওয়া হতে পারে এই ফিচার।
মাস্ক পরে ফেস আইডি ব্যবহার করার উপায় (How To Unlock iPhone Without Opening Your Face Mask)-
আইওএস ১৫.৪ (iOS 15.4)-এ এখনও এই মাস্ক পরে ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করার সুবিধা পাওয়া যাচ্ছে না। ফেস মাস্ক পরে ফেস আনলক ফিচারের সুবিধা এখন পাওয়া যাচ্ছে শুধু বেটা সার্ভিসে। এছাড়াও শুধু iPhone 12 এবং iPhone 13-এ এই ফেস আনলক ফিচার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক ফেস মাস্ক পরে ফেস আনলক ফিচার ব্যবহার করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে আইফোনের সেটিং অ্যাপ।
স্টেপ ২ - এরপর স্ক্রল করে নিচে গিয়ে বেছে নিতে হবে ফেস আইডি এবং পাসকোড।
স্টেপ ৩ - এরপর এন্টার করতে হবে পাসকোড।
আরও পড়ুন - iPhone 13-কে সত্যিই টেক্কা দিতে পারবে Samsung Galaxy S22? দেখে নিন তুলনা করে!
স্টেপ ৪ - এরপর মাস্ক যুক্ত টুগলের ফেস আইডি ব্যবহার করতে হবে।
স্টেপ ৫ - এরপর ফেস আইডি এবং মাস্ক অপশন বেছে নিতে হবে।
স্টেপ ৬ - এরপর মাস্ক সহ সেই ফেস আইডি অপশন সেটআপ করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।