Android 13 দিচ্ছে নির্দিষ্ট অ্যাপের ভাষা পরিবর্তনের সুযোগ, দেখে নিন কৌশল

Last Updated:

একনজরে দেখে নিন Android ফোনের অ্যাপে ভাষা পরিবর্তন করার উপায়

Android অপারেটিং সিস্টেমের (OS) তরফে বিভিন্ন ধরনের অ্যাপের ক্ষেত্রে ভারতীয় ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ Android OS ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপে বেছে নিতে পারেন নিজেদের পছন্দের ভারতীয় ভাষা।
Android স্মার্টফোন সেটিং করার সময় প্রথমেই পুরো সিস্টেমের জন্য একটি ভাষা বেছে নিতে হয়। অর্থাৎ সেই সময় ইংরাজি ভাষা বেছে নিলে নিজেদের ফোনের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই ইংরাজি ভাষাই নির্বাচিত হয়ে যায়। ব্যবহারকারীদের ফোনে থাকা সকল অ্যাপ সেই ইংরাজি ভাষাতেই দেখা যায়। কিন্তু অনেক ব্যবহারকারী চান কয়েকটি অ্যাপের ক্ষেত্রে নিজেদের মাতৃভাষা ব্যবহার করতে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপে নিজেদের মাতৃভাষা ব্যবহার করা যাবে Android অপারেটিং সিস্টেমের মাধ্যমে। জানা গিয়েছে, Android 13 ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ভাষা একটি নির্দিষ্ট অ্যাপের জন্য বেছে নিতে পারবেন। একনজরে দেখে নিন Android ফোনের অ্যাপে ভাষা পরিবর্তন করার উপায়।
advertisement
advertisement
Android ফোনের অ্যাপে ভাষা পরিবর্তন করার উপায় -
Samsung এবং Pixel-এর স্মার্টফোন অথবা Android 13 দ্বারা চালিত যে কোনও স্মার্টফোনের অ্যাপে ভাষা পরিবর্তন করা যাবে। এক নজরে দেখে নিন সেই সহজ উপায়।
Samsung স্মার্টফোন -
- প্রথমেই Android 13 দ্বারা চালিত Samsung স্মার্টফোনের সেটিং অপশন খুলতে হবে।
advertisement
- এরপর স্ক্রল করে নীচে নেমে লুক ফর জেনারেল ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ক্লিক করতে হবে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অপশনে।
- এরপর সিলেক্ট করতে হবে সেই অ্যাপ। অর্থাৎ যার ভাষা ব্যবহারকারী পরিবর্তন করতে চান।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
- ব্যবহারকারী অ্যাপ বেছে নেওয়ার পর খুব সহজেই সেই অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন।
advertisement
Pixel স্মার্টফোন -
- প্রথমেই Pixel স্মার্টফোন স্ক্রল ডাউন করে স্ক্রিনের নীচের দিকে থাকা ‘কুইক সেটিং প্যানেল’ অপশন খুলতে হবে।
- এরপর সেটিং আইকনে ক্লিক করতে হবে।
- এরপর স্ক্রল ডাউন করে নিচে গিয়ে সিস্টেম অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট অপশনে ক্লিক করতে হবে।
advertisement
- এরপর অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে অ্যাপ সিলেক্ট করতে হবে। অর্থাৎ ব্যবহারকারীরা যে অ্যাপের ভাষা পরিবর্তন করতে চায়, সেই অ্যাপ বেছে নিয়ে নিজেদের পছন্দের ভাষা সিলেক্ট করতে হবে।
এই সহজ কয়েকটি উপায়েই নিজের ফোনের ভাষা অপরিবর্তীত রেখে অ্যাপের ভাষা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে ফেলা সম্ভব। যে সকল স্মার্টফোন Android 13 দ্বারা চালিত, সেই সকল ফোনে খুব সহজেই এই কয়েকটি উপায়ের মাধ্যমে পরিবর্তন করা যাবে যে কোন অ্যাপের ভাষা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android 13 দিচ্ছে নির্দিষ্ট অ্যাপের ভাষা পরিবর্তনের সুযোগ, দেখে নিন কৌশল
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement