ট্যুইটার থেকে ভিডিও ডাউনলোড করে নিজের ফোনের স্টোরেজে সেভ করে রাখা সম্ভব? জেনে নিন কী ভাবে!

Last Updated:

ট্যুইটার থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার সে রকম কোনও অপশন নেই ঠিকই, কিন্তু নির্দিষ্ট কয়েকটি উপায়ে অনায়াসে ভিডিও ডাউনলোড করা যায় এবং তা ফোনে সেভ করেও রাখা যাবে।

ট্যুইটার থেকে ভিডিও ডাউনলোড করে নিজের ফোনের স্টোরেজে সেভ করে রাখা সম্ভব, জেনে নিন কী ভাবে!
ট্যুইটার থেকে ভিডিও ডাউনলোড করে নিজের ফোনের স্টোরেজে সেভ করে রাখা সম্ভব, জেনে নিন কী ভাবে!
#কলকাতা: ট্যুইটারে (Twitter) অনেক সময় কিছু কিছু ভিডিও (Videos) ভালো লেগে যায়, তবে তখনই কাজের চাপে হয় তো ভিডিওটা দেখার আর সময় হয়ে ওঠে না। ভিডিওটা পরে দেখার সব থেকে ভালো উপায় হল, ভিডিওটা ডাউনলোড করে ফোনের স্টোরেজে সেভ (Save Videos) করে রাখা। কিন্তু মুশকিলটা এখানেই! ট্যুইটারে ভিডিও ডাউনলোড করার জন্য তো ডাইরেক্ট কোনও টুল নেই। তা হলে?
আসলে অনেকেরই হয় তো জানা নেই যে, ট্যুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার পর সেটি নিজেদের ফোনে অফলাইন দেখার জন্য সেভ করেও রাখা যায়। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মতোই ট্যুইটারের কোনও ভিডিও-ও ডাউনলোড (Download) করা যায়। ট্যুইটারে সরাসরি ডাউনলোডের কোনও অপশন না-থাকলেও নির্দিষ্ট কয়েকটি উপায়ে ভিডিও ডাউনলোড করা যায়।
advertisement
advertisement
ট্যুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ আছে, যার মাধ্যমে ট্যুইটারের কোনও ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু এ ছাড়াও DownloadTwitterVideos.com ব্রাউজারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়। এতে অবশ্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় না। ট্যুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য সেই ভিডিওর লিঙ্ক দরকার। সেই লিঙ্ককে DownloadTwitterVideos.com ব্রাউজারের সার্চ বারে পেস্ট করতে হবে। সার্চ বারে পেস্ট করার পর Download MP4 বাটনে ক্লিক করতে হবে। এর পর ফোনে সেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
advertisement
অ্যান্ড্রয়েড (Android) ফোনে ট্যুইটারের কোনও ভিডিও সেভ করার উপায় --
১: প্রথমেই Google Play Store থেকে 'Download Twitter Videos - Twitter Videos Downloader' নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
advertisement
২: অ্যাপটি ইনস্টল হওয়ার পর সেখানে থাকা 'Your Link's' বক্সে ট্যুইটারের ভিডিও-র লিঙ্ক পোস্ট করতে হবে।
৩: এর পর নীল রঙের ডাউনলোড বাটন প্রেস করে ভিডিওটিকে নিজের ফোনে সেভ করতে হবে।
advertisement
৪: ভিডিওটি সেভ হওয়ার আগে ফোনের স্টোরেজের অ্যাক্সেস চাইবে। সেটি দিয়ে দিলে ট্যুইটারের ভিডিও ফোনে সেভ হয়ে যাবে।
৫: ডাউনলোড করা ভিডিও ফোনের গ্যালারিতে দেখা যাবে। এ ছাড়া সেটিকে ডাউনলোড ফাইলেও চেক করা যাবে।
advertisement
iPhone-এ ট্যুইটারের কোনও ভিডিও সেভ করার উপায় -
১: প্রথমেই Twitter app/ Web page-এ গিয়ে ভিডিওটির লিঙ্ক কপি করতে হবে।
advertisement
২: এর পর installed Documents : Files, PDF, Browser অ্যাপে সেই লিঙ্ককে পেস্ট করে ডাউনলোড করতে হবে।
৩: অ্যাপ ছাড়া twdown.net ব্রাউজারে ভিডিওর লিঙ্ক পেস্ট করেও ডাউনলোড করা যাবে।
৪: অন ওয়েব পেজে ট্যুইটারের আলাদা আলাদা ভিডিও কোয়ালিটির (১২৮০×৭২০, ৪৮০×২৭০, ৬৪০×৩৬০) ডাউনলোড অপশন পাওয়া যাবে।
এ ভাবে অতি সহজেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোন এবং iPhone-এ ট্যুইটারের কোনও ভিডিও ডাউনলোড করে সেভ করে রাখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্যুইটার থেকে ভিডিও ডাউনলোড করে নিজের ফোনের স্টোরেজে সেভ করে রাখা সম্ভব? জেনে নিন কী ভাবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement